টানা দুবার রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের অসাধারণ কীর্তি গড়া জিনেদিন জিদান অনভিজ্ঞতার কারণে নিজেকে বিশ্বসেরা কোচ মানতে নারাজ। সোমবার লন্ডনে দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড অনুষ্ঠানে চেলসির আন্তোনিও কোন্তে ও ইউভেন্তুসের মাস্সিমিলিয়ানো আল্লেগ্রিকে হারিয়ে এবারের বর্ষসেরা কোচের পুরস্কার জিতেন জিদান। গত মৌসুমে আল্লেগ্রির ইউভেন্তুসকে ফাইনালে হারিয়েই প্রথম দল হিসেবে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ধরে রাখার কীর্তি গড়ে জিদানের রিয়াল। গত বছরের জানুয়ারিতে রিয়ালের দায়িত্ব নেওয়ার পর থেকে দলটিকে দুটি চ্যাম্পিয়ন্স লিগ ও পাঁচ বছরে প্রথম লা লিগাসহ মোট সাতটি শিরোপা জিতিয়েছেন জিদান। গত বছরের ফিফা বর্ষসেরা কোচের লড়াইয়ে তিন জনের সংক্ষিপ্ত তালিকায় ছিলেন তিনি। এবার পেয়ে গেলেন সেরার স্বীকৃতিও। তবে বিশ্বসেরা কোচের প্রশ্নে নিজের নাম উঠতেই আপত্তি তুললেন এই ফরাসি। বললেন, এই বিভাগে তিনি একেবারেই নতুন। আমি জানি না। আপনারা গণমাধ্যমের মানুষজন এই বিষয়ে কথা বলেন। আমি এই পুরস্কার গ্রহণ করছি এবং বিশ্বাস করি, আমরা যা করেছি এটা তার পুরস্কার। এই দলের হয়ে আমরা অনেক কিছু জিতেছি এবং সেজন্যে আমি খুশি। আমি বলছি না যে, আমি এর যোগ্য নই। এটা আমার প্রাপ্য এবং আমি এটা পেয়েছি। কিন্তু প্রশ্ন হলো, আমি বিশ্বের সেরা কোচ কি-না। আমি বলব, না। আমার মতে, আরও অনেক কোচ আছে যারা তুলনামূলক ভালো। যদি আগামী ১০ বছর আমি শিরোপা জিততে থাকি তাহলে আমরা কথা বলতে পারি। কিন্তু এই মুহূর্তে না। খেলোয়াড় হিসেবে দেশকে বিশ্বকাপ ও ইউরো চ্যাম্পিয়নশিপ জিতিয়েছেন। রিয়াল মাদ্রিদের হয়ে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগসহ ছয়টি শিরোপা জিতেছেন জিদান। তাহলে খেলোয়াড় জিদান ও কোচ জিদানের মধ্যে কে বেশি ভালো-এ প্রশ্নের জবাবে তিনি বলেন, কোচ জিদানের চেয়ে খেলোয়াড় হিসেবে জিদান ভালো। আমি ৩৫ বছর খেলেছি আর কোচ হিসেবে মাত্র ১৮ মাস কাজ করছি। সূত্রঃ বিডিনিউজ২৪.কম আর/১০:১৪/২৫ অক্টোবর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2yJ6c97
October 26, 2017 at 06:03AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন