সুরমা টাইমস ডেস্ক:: ৩৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল বুধবার (২৫শে অক্টোবর) প্রকাশিত হয়েছে। এতে ৫ হাজার ৩৭৯ জন পাস করেছেন। ৩৭তম বিসিএসের লিখিত পরীক্ষা শেষ হয় চলতি বছরের ২৩শে মে। প্রায় পাঁচ মাস ধরে পরীক্ষার ফলাফলের অপেক্ষায় আছেন পরীক্ষার্থীরা।
পিএসসি চেয়ারম্যান মোহাম্মদ সাদিক বলেন, ‘আমরা লিখিত পরীক্ষার ফলাফল দিলাম। শিগগিরই মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে।’
গত বছরের ৩০শে সেপ্টেম্বর ৩৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ২ লাখ ৪৩ হাজার ৪৭৬ জন পরীক্ষার্থী। প্রাথমিক বাছাই পরীক্ষায় ৮ হাজার ৫২৩ জন উত্তীর্ণ হন। তবে লিখিত পরীক্ষায় অংশ নেন ৮ হাজার ৩১ জন।
প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা হিসেবে ১ হাজার ২২৬ জনকে নিয়োগ দিতে গত ২৯শে ফেব্রুয়ারি ৩৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এই বিসিএস পরীক্ষায় নিতে গত ৩১শে মার্চ থেকে ২রা মে পর্যন্ত প্রার্থীরা আবেদন করেন।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2y4U8j2
October 26, 2017 at 12:08AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন