নতুন সম্ভাবনা দেখছে বিপিএল

স্পোর্টস ডেস্ক ● দক্ষিণ আফ্রিকার গ্লোবাল লিগ টি-টোয়েন্টি কমপক্ষে এক বছরের জন্য পিছিয়ে যাওয়ায় এখন একটা নতুন সম্ভাবনা তৈরি হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)। এই দুটি টি-টোয়েন্টি লিগ একই সাথে মাঠে গড়ানোর কথা ছিল। ফলে বাংলাদেশের ফ্রাঞ্চাইজিগুলো দলে ভেড়াতে পারছিল না বড় বড় তারকাদের। এবার গ্লোবাল লিগ বন্ধ হয়ে যাওয়ায় কয়েকটি বিপিএল দল গ্লোবাল লিগের উন্মুক্ত ক্রিকেটারদের দলে ভেড়ানোর চেষ্টা শুরু করেছে বলে খবর পাওয়া যাচ্ছে।

বিশেষ করে যেসব বিপিএল দলে পাকিস্তানী ক্রিকেটারের সংখ্যা বেশি ছিল, তারা এখন নতুন করে প্রতিযোগিতায় নেমেছে বলে খবর পাওয়া যাচ্ছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড পরিষ্কার জানিয়ে দিয়েছে যে, তাদের চুক্তিভুক্ত ক্রিকেটারদের জাতীয় টি-টোয়েন্টি কাপ খেলতে হবে। ফলে উল্লেখযোগ্য সংখ্যায় পাকিস্তানী ক্রিকেটার প্রথম দুই সপ্তাহ বিপিএল খেলতে পারবেন না। পাকিস্তানী ক্রিকেটারদের বিকল্প পেতে তাই দক্ষিণ আফ্রিকায় হাত বাড়াচ্ছে বাংলাদেশের দলগুলো।

কুমিল্লা ও খুলনা দলেই পাকিস্তানী ক্রিকেটারদের আধিক্য রয়েছে। কুমিল্লা দলে আছেন রুম্মন রাইস, ফাহিম আশরাফ, শোয়েব মালিক, হাসান আলি ও ফখর জামান। অন্য দিকে খুলনা দলে আছেন সাদাব খান, জুনাইদ খান ও সরফরাজ আহমেদ। ঢাকা ডায়নামাইটসে আছেন মোহাম্মদ আমির এবং সিলেট সিক্সার্সে আছেন উসমান খান ও বাবর আজম। এরা সবাই পাকিস্তানে চুক্তিবদ্ধ ক্রিকেটার। এদের বিকল্প প্রথম দুই সপ্তাহে অন্তত দরকার হবে দলগুলোর।

এই বিকল্প খোঁজার প্রতিযোগিতায় নামা অন্যতম দুটি দল হলো কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও খুলনা টাইটান্স। তারা আশা করছে, দক্ষিণ আফ্রিকার গ্লোবাল টি-টোয়েন্টি লিগ থেকে আপাতত মুক্ত হয়ে যাওয়া তারকা ক্রিকেটারদের কাউকে কাউকে দলে আনা যেতে পারে। এই তারকা ক্রিকেটারদের তালিকায় দক্ষিণ আফ্রিকার সুপার স্টার এবি ডি ভিলিয়ার্স, ফাফ ডু প্লেসিস জেপি ডুমিনিরা আছেন। আছেন জেসন রয়, কাইরন পোলার্ড, ডোয়াইন স্মিথ, ডেভিড মিলার, ব্রেন্ডন ম্যাককালাম, ডোয়াইন ব্র্যাভো, অ্যালেক্স হেলসের মতো ক্রিকেটাররাও।

এসব তারকাকে দলে পেতে চেষ্টা যে শুরু হয়ে গেছে, তা বোঝা গেলো ঢাকা ডায়নামাইটসের প্রধান নির্বাহী ওবায়েদ নিজামের কথায়। যদিও ঢাকা ইতিমধ্যে তাদের দল প্রায় সম্পূর্ণ করে ফেলেছে। তাদের দলে এভিন লুইস, সুনীল নারিন, শেন ওয়াটসন, শহীদ আফ্রিদির মতো ক্রিকেটার আছেন। তারপরও তারা দলে নতুন ক্রিকেটার পেতে চাচ্ছেন। ওবায়েদ ক্রিকইনফোকে বলেছেন, ‘আমাকে আরও কিছু বড় তারকাকে সই করাতে বলা হয়েছে। আমাদের দলে এরই মধ্যে বড় কিছু তারকা আছেন। তারপরও আমরা নির্দিষ্ট আরও কিছু ক্রিকেটারদের দলে পেতে চাচ্ছি।’

উল্লেখ করা যেতে পারে, ৩ নভেম্বর থেকে শুরু হওয়ার কথা ছিল গ্লোবাল লিগ টি-টোয়েন্টি। এর ঠিক একদিন পরই শুরু হবে বিপিএল। কিন্তু গতকাল এক বৈঠক শেষে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) জানিয়েছে, আগামী বছরের নভেম্বর পর্যন্ত এই লিগ স্থগিত রাখছেন তারা।

The post নতুন সম্ভাবনা দেখছে বিপিএল appeared first on Comillar Barta.



from Comillar Barta http://ift.tt/2kHx57t

October 12, 2017 at 07:00AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top