নিজস্ব প্রতিনিধি:: হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অর্ধশতাধিক লোকজন আহত হয়েছে। রবিবার (২২শে অক্টোবর) সকালে উপজেলার শংকরপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার শংকরপুর গ্রামের জগন্নাথ সরকারের সাথে একই গ্রামের সোয়েব সরকারের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে রবিবার সকালে উভয় পক্ষের মাঝে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।
এতে নারীসহ ৩০ জন আহত হয়। আহতদের মধ্যে শ্রীরোপ দাশ, বিষ্ণু দাশ, মলাই দাশ, কেশব দাশ, কল্পনা রানী, গৌড় দাশকে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। অন্যান্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান সংঘর্ষের বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2yEOLGF
October 23, 2017 at 09:44PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.