বাবু সাহা, লেবাননঃ লেবাননে হৃদরোগে আক্রান্ত হয়ে মোঃ আবু মুসা নামে এক রেমিটেন্স কারিগরের মৃত্যু হয়েছে।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর।লেবাননেরে আলাই এ আইনডারা এলাকায় মাস্ট লিকুইড এনার্জি নামে পেট্রোল পাম্পে কর্মরত অবস্থায় ২৫ অক্টোবর সকালে তার মৃত্যু ঘটে।বর্তমানে তার মরদেহ স্থানীয় একটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।
মোঃ আবু মুসা ব্রাহ্মণবাড়ীয়া জেলার অন্তর্গত কসবা উপজেলার চকবস্তা গ্রামের হাজী আবু সালেক সিদ্দিক মাষ্টার এর বড় ছেলে।দেশে স্ত্রী সহ ২ ছেলে ও ১ কন্যা সন্তানের জনক তিনি।
মোঃ আবু মুসা লেবাননে একজন বৈধ প্রবীণ প্রবাসী ছিলেন।গত ৯ অক্টোবর দেশে ছুটি কাটিয়ে তিনি লেবাননে আসেন।লেবাননে তার অনেক আত্মীয় স্বজন রয়েছে।সকল প্রবাসীদের সাথে তার ছিল মধুর সুসম্পর্ক।তার মৃত্যুতে প্রবাসী বাংলাদেশীরা গভীর ভাবে শোকাহত।এদিকে তার মৃত্যুতে তার পরিবার সহ নিজ এলাকায় শোকের ছায়া নেমে আসে।তার বাবা প্রবাসী বাংলাদেশী সহ দূতাবাসের কাছে আকূল আবেদন জানিয়েছেন, যেন তার লাশ অতি দ্রুত বাংলাদেশে পরিবারের কাছে পাঠানোর ব্যবস্থা করা হয়।
from প্রবাস – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2yTyRrC
October 26, 2017 at 01:49PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.