মুম্বই, ২৬ অক্টোবরঃ গোরেগাঁওতে বচ্চনদের নতুন বাংলো হচ্ছে, সেখানেই করা হয়েছে বেআইনি নির্মাণ। এই অভিযোগের প্রেক্ষিতেই বুধবার অমিতাভ বচ্চনকে নোটিস পাঠাল বম্বে মিউনিসিপ্যাল কর্পোরেশন(বিএমসি)। জানা যাচ্ছে, অমিতাভ বচ্চন সহ আরো ৭ জনের বিরুদ্ধে ওই অভিযোগ করেছেন অনিল গালগালি নামে এক সমাজকর্মী। বিগ বি-র পাশাপাশি ওই তালিকায় রয়েছেন রাজকুমার হিরানি, পঙ্কজ বালায়জি, সঞ্জয় ব্যাস, হরিশ খান্ডেলওয়াল এবং হরিশ জাগতানি।
বিভিন্ন সূত্রের খবর অনুযায়ী, গোরেগাঁও ফিল্মসিটির কাছে বেশ কয়েকটি বিলাসবহুল বাংলো তৈরি হচ্ছে। আর সেখানেই বাংলো কিনছেন অমিতাভ বচ্চন, রাজকুমার হিরানির মত বেশ কিছু সেলিব্রিটি। আর ওই বাংলোতে বেআইনি নির্মাণ করা হচ্ছে বলে অভিযোগ, ফলে তা ভেঙে ফেলতে হবে বলে নির্দেশ দিয়েছে বিএমসি। যদিও বিষয়টি নিয়ে কোনওরকম মন্তব্য করেননি অমিতাভ বচ্চন, রাজকুমার হিরানিরা।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2gKy05M
October 26, 2017 at 02:07PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন