মিয়াদের লাশ নিয়ে কাফনের কাপড় পরে নগরীতে ছাত্রলীগের বিক্ষোভ,সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক:: ছাত্রলীগ কর্মী ওমর আহমদ মিয়াদ হত্যার প্রতিবাদ জানাতে তার লাশ নিয়ে মাথায় কাফনের কাপড় পরে নগরীতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগ। মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মিয়াদের মরদেহ নিয়ে তারা বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি চৌহাট্টা পয়েন্টে আসার পর সেখানে সড়ক অবরোধ করেন।
ছাত্রলীগের হিরন মাহমুদ নিপু গ্রুপের অনুসারীরা এ মিছিল ও অবরোধ করেন। দেড়টার দিকে তারা অবরোধ প্রত্যাহার করে। এ ঘটনায় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান চৌধুরীর শাস্তি দাবি করে। এছাড়া, ছাত্রলীগকর্মী মিয়াদ হত্যার প্রতিবাদে ছাত্রলীগের পক্ষ থেকে আরো কঠোর কর্মসূচী আসছে বলেও জানান তারা।
উল্লেখ্য, সোমবার বিকাল ৩টার দিকে নগরীর টিলাগড় এলাকায় ছাত্রলীগের অপর একটি পক্ষের কর্মীদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয় ছাত্রলীগকর্মী ওমর আহমদ মিয়াদ। আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2ytV6lI

October 17, 2017 at 09:59PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top