বুকার পুরস্কার জিতে নিলেন জর্জ স্যান্ডার্স

লন্ডন, ১৮ অক্টোবরঃ শেষমেশ সব জল্পনা কল্পনাকে পেছনে ফেলে প্রথম উপন্যাসেই ২০১৭ সালের বুকার পুরস্কার জিতে নিলেন মার্কিন সাহিত্যিক জর্জ স্যান্ডার্স। ‘লিংকন ইন দ্য বার্ডো’ উপন্যাসের জন্য বিশ্ব সাহিত্যের মর্যাদাপূর্ণ  এ পুরস্কার পেলেন তিনি। আমেরিকার গৃহযুদ্ধের ঠিক এক বছর আগের সময়কাল অর্থাত্‍ ১৮৬২ সালকে জর্জ স্যান্ডার্স তার ‘লিংকন ইন দ্য বার্ডো’ উপন্যাসের জন্য বেছে নিয়েছেন। নাম থেকে স্পষ্ট আমেরিকার প্রথম প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনকে কেন্দ্র করে বুনেছেন গল্পের জাল।

ঐতিহাসিক ঘটনাকে তুলে ধরার পাশাপাশি আশ্রয় দিয়েছেন নিজের কল্পনাকেও। উপন্যাসে উঠে এসেছে লিংকনের ছোট ছেলের কথা।

গতবছর আমেরিকান লেখক পল বেট্টির লেখা ‘দ্য সেলআউট’ উপন্যাসটি বুকার পায়। এই বছর ফের মার্কিন ঝুলিতেই গেল সাহিত্যের অন্যতম সম্মানীয় পুরস্কার।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2hNhSNn

October 18, 2017 at 11:29AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top