ধনতেরাসে সোনার ব্যবসা কমল ৩০ শতাংশ

ওয়েব ডেস্ক, ১৮ অক্টোবরঃ জিএসটি লাগু হওয়ার পর প্রথম ধনতরাসে ধাক্কা খেল দেশের সোনার বাজার। নানা অফার দিয়েও ক্রেতাদের টানা যায়নি বলে রীতিমতো শোরগোল তুলেছেন দিল্লি ও গুজরাতের নামী সোনা ব্যবসায়ীরা। ধনতেরাসের পর তাঁরা প্রচণ্ড ক্ষোভের সঙ্গে জানিয়েছেন এবার সোনার কেনাবেচা অন্তত ৩০ শতাংশ কমে গিয়েছে গত বছরের তুলনায়। তবে, হাল্কা সোনার গয়না আর হিরের গয়না কেনার দিকে ঝোঁক কিছুটা বেড়েছে। ব্যবসায়ীদের কাছে একমাত্র আশার কথা নবরাত্রি আর দশেরার তুলনায় ধনতেরাসের কেনাবেচা কিছুটা বেড়েছে। কিন্তু জিএসটি-র জাঁতাকলে তাঁদের ব্যবসার ভবিষ্যৎ নিয়ে তাঁরা যথেষ্টই চিন্তিত।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2gh4YXR

October 18, 2017 at 10:48AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top