নগরীর শাহী ঈদগাহ থেকে ইয়াবাসহ ০৩ জন গ্রেফতার

সুরমা টাইমস ডেস্ক:: সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানা এলাকায় গতকাল বুধবার রাতে র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক ও নগদ অর্থসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এ সময় একটি মোটর সাইকেল জব্দ করা হয়।

আটককৃতরা হচ্ছে-সিলেটের বিশ্বনাথের পাহাড়পুর গ্রামের মহসিন আহমদ খসরুর ছেলে জারিফ আহমদ(২৩), কুমিল্লার লাকসাম থানার সাতবাড়িয়া উত্তরকুল গ্রামের মো. সাদেক হোসেনের ছেলে সাজিব আহমদ (২১), মাদারীপুর জেলার কালকিনি থানার সাহেব রামপুর গ্রামের মো. আলী হোসেনের ছেলে জাহিদ হাসান (২২)।

র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. মনিরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের সিলেট ক্যাম্পের একটি বিশেষ দল নগরীর শাহী ঈদগাহ এলাকায় ঢাকা কাচ্চি বিরিয়ানী হাউজের সামনে ১৯৮ পিছ ইয়াবা, নগদ অর্থ ও সঙ্গে থাকা মোটরসাইকেলসহ তাদের গ্রেফতার করা হয়।

আসামীদের বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2wAyyhh

October 05, 2017 at 10:53PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top