ঢাকা, ০১ অক্টোবর- ঢাকায় আসবাংলা চলচ্চিত্রের কিংবদন্তি প্রয়াত নায়করাজ রাজ্জাক তার গুলশানের বাড়িটির নাম দিয়েছিলেন লক্ষী কুঞ্জ। প্রিয়তমা স্ত্রীর নামের সঙ্গে মিলিয়ে তিনি এই নাম দিয়েছিলেন। তবে দুঃসংবাদ হলো, গতকাল রাতে বাড়ির নেমপ্লেটটি চুরি হয়ে গেছে। বিষয়টি নিশ্চিত হওয়া গিয়েছে নায়করাজের ছোট ছেলে সম্রাটের ফেসবুক অ্যাকাউন্টের একটি স্ট্যাটাস থেকে। রাজ্জাকের ছোট ছেলে অভিনেতা সম্রাট জানান, (শনিবার) সকালে তারা দেখেন বাড়ির নেমপ্লেটটি কে বা কারা খুলে নিয়ে গেছে। এতে বিস্ময় প্রকাশ করেছেন এই অভিনেতা। দেয়ালের সঙ্গে সাঁটানো নেমপ্লেটটি খুলতে চোরদের ভালোই বেগ পেতে হয়েছে বলে মনে করছেন সম্রাট। কিন্তু কি কারণে এটি চুরি হতে পারে এ নিয়ে তার কোনো ধারণা নেই। সম্রাট সামাজিক যোগযোগের মাধ্যম ফেসবুকে লিখেছেন- আজ সকালে উঠে দেখি আমাদের বাড়ির নেমপ্লেটটি চুরি হয়ে গিয়েছে। ভাগ্যিস বাড়ির গেটটি খুলে নিয়ে যায়নি। নায়করাজের বাড়ির নাম লক্ষী কুঞ্জ। সোনালি পাতে কালো অক্ষরে লেখা নেমপ্লেট ছিল সেটি। লক্ষী কুঞ্জের অবস্থান রাজধানীর গুলশান ২ এর ৩৬ নং রোডে। বাড়ির নম্বর ৫। গত ২১শে আগস্ট পৃথিবীর মায়া ত্যাগ করেন রাজ্জাক। তার প্রিয় লক্ষী কুঞ্জ-এ এখন বসবাস করছেন তার স্ত্রী, সন্তান আর নাতি-নাতনিরা। আরএস/১০:১৪/০১ অক্টোবর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2fGxtkU
October 01, 2017 at 05:36PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন