সুুরমা টাইমস ডেস্ক:: বিশ্বব্যাপী আজ পালিত হবে বিশ্ব শিক্ষক দিবস। ১৯৯৫ সাল থেকে প্রতি বছর ৫ই অক্টোবর এই দিবস পালিত হয়ে আসছে।
শিক্ষকদের অবদানকে স্মরণ করার জন্য পালন করা হয়। ইউনেস্কো শিক্ষক দিবসের এ বছরের প্রতিপাদ্য নির্ধারণ করেছে ‘স্বাধীনভাবে পাঠদান, শিক্ষক হবেন ক্ষমতাবান’!
বিশ্বের ১০০টির মতো দেশে দিবসটি পালিত হয়ে থাকে। এই দিবস পালনে এডুকেশন ইন্টারন্যাশনাল ও তার সহযোগী ৪০১টি সদস্য সংগঠন মূল ভূমিকা রাখে। দিবসটি পালনের জন্য বাংলাদেশের বিভিন্ন শিক্ষক সংগঠন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে বাংলাদেশ শিক্ষক সমিতি এবং গোলটেবিল মিলনায়তনে স্বাধীনতা শিক্ষক পরিষদ আলোচনা সভার আয়োজন করেছে।
বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারি ফোরাম জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছে। বিশ্ব শিক্ষক দিবস জাতীয় উদযাপন কমিটি এ বছর ১৮ অক্টোবর দিবসটি পালন করবে বলে জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্টের এক বিবৃতিতে জানানো হয়েছে।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2y2abNg
October 05, 2017 at 10:11PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন