বড়লেখায় নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি:: মৌলভীবাজারের বড়লেখায় নিখোঁজের ১৩ ঘন্টা পর ছড়া থেকে সাব্বির হোসেন (১৪) নামের এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। সে উপজেলার সীমান্তবর্তী বোবারতল ইসলামনগর গ্রামের তোতা মিয়ার ছেলে।

খবর পেয়ে পুলিশ গতকাল বুধবার বিকেলে ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে- সাব্বির হোসেন মঙ্গলবার সকাল ১১টার দিকে বাড়ির পাশের একটি পাহাড়ি ছড়ায় বড়শি দিয়ে মাছ ধরতে যায়। এরপর থেকে সে নিখোঁজ ছিলো। পরিবারের লোকজন আশাপাশে খোঁজ করে সাব্বিরের সন্ধান পাননি। পরে রাত আনুমানিক ১টার দিকে ছড়ায় লাশ ভেসে ওঠে। এ সময় স্থানীয় লোকজন সাব্বিরের লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। খবর পেয়ে বুধবার (০৪ঠা অক্টোবর) বিকেলে থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেন।

বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দেবদুলাল ধর বৃহস্পতিবার (০৫ই অক্টোবর) বলেন, ‘সুরতহাল প্রতিবেদন তৈরির সময় সাব্বিরের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ছড়ায় ডুবে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। যথাযথ কর্তৃপক্ষের কাছে পরিবারের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।’



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2y3dCTF

October 05, 2017 at 10:24PM
05 Oct 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top