শুরুটা চোখে রক্ত ঝরিয়ে লিওনেল মেসির। মাটিতে লুটিয়ে পড়তে দেখা গেছে তাকে পরের পোস্টারে। সেই পোস্টারে আবার আর্তনাদ করতে দেখা যাচ্ছে নেইমারকেও। এবার আইএস পড়েছে রোনালদোকে নিয়ে। ২০১৮ বিশ্বকাপের আগে এভাবেই একের পর এক বিকৃত পোস্টার ছাপিয়ে ফুটবল বিশ্বে আতঙ্ক সৃষ্টি করছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। আইএসের নতুন পোস্টারে দেখা যাচ্ছে হত্যা করার উদ্দেশ্যে হাঁটু গেড়ে বসিয়ে রাখা হয়েছে রোনালদোকে। পেছনে ছুরি হাতে দাঁড়িয়ে আছে এক জঙ্গি। পোস্টারে লেখা, আমরা সেই কথাই তোমাদের শোনাতে চাই যা তোমরা শুনতে চাও না, যা তোমরা দেখ না। শুধু অপেক্ষা কর। আমরাও অপেক্ষা করে আছি। জঙ্গি গোষ্ঠীটি প্রতিটি পোস্টারেই দিচ্ছে একটি করে বার্তা। মেসিকে নিয়ে প্রথম পোস্টারে লেখা ছিল, শুধুই সন্ত্রাস। দ্বিতীয় পোস্টারে লেখা ছিল, তোমরা কেউ নিরাপদে বাস করতে পারবে না। আইএস তাদের তৃতীয় পোস্টারটি তৈরি করে ফ্রান্স জাতীয় দলের কোচ দিদিয়ের দেশমকে নিয়ে। তাতে লেখা ছিল, আমরা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েই যাব আর তোমাদের জীবন ধ্বংস করবো। সূত্র: চ্যানেল আই অনলাইন আর/১২:১৪/৩১ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2hpwgML
October 31, 2017 at 06:40AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top