খালেদা জিয়ার গাড়িবহরে যে হামলা হয়েছে তা পূর্বপরিকল্পিত,’অডিও’ শোনালেন হানিফ

সুরমা টাইমস ডেস্ক:: ফেনীতে খালেদা জিয়ার গাড়িবহরে হামলার বিষয়ে শাহাদাত ও মোবারকের মধ্যে কথোপকথন হয়েছে দাবি করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ একটি অডিও রেকর্ড শোনান সাংবাদিকদের।

এ সময় হানিফ বলেন, ফেনীতে খালেদা জিয়ার গাড়িবহরে যে হামলা হয়েছে তা পূর্বপরিকল্পিত।
বিএনপির চট্টগ্রাম মহানগরের সভাপতি ডা. শাহাদাত হোসেনের নির্দেশে এ হামলা হয়েছে। তিনি মোবারক নামে নোয়াখালীর এক কর্মীকে হামলার নির্দেশ দেন।

আজ সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে গরিব-মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান অনুষ্ঠানে হানিফ এসব কথা বলেন।
এনাম-আনার জনকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে এই বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হানিফ।

হানিফ বলেন, রোহিঙ্গাদের দেখতে যাওয়ার নামে নাটক করছেন খালেদা জিয়া। তার গাড়িবহরে যে হামলা হয়েছে সেটিও পূর্বপরিকল্পিত।

তিনি আরো বলেন, আগস্ট মাসে রোহিঙ্গারা এসেছে। এখন অক্টোবর। প্রায় তিন মাস পর বিএনপি নেত্রী রোহিঙ্গাদের দেখতে যাওয়ার নামে যে নাটক করছেন, সেটি রাজনৈতিক শোডাউন।

হানিফ বলেন, সারা বিশ্ব যখন রোহিঙ্গাদের ভয় পেয়েছে, তখন আওয়ামী লীগ সরকার প্রায় ৮ লাখ রোহিঙ্গার জন্য মানবতার দুয়ার খুলে দিয়েছে। তাদের জন্য স্যানিটেশন ব্যবস্থা ও খাবারের ব্যবস্থা করেছে।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2z46HKP

October 31, 2017 at 12:25AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top