নয়া দিল্লি, ১০ অক্টোবর- চলতি বছরের শেষে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে চলেছেন টিম ইন্ডিয়ার বাঁ-হাতি পেসার আশিস নেহেরা৷ অক্টোবর-নভেম্বরে ভারত-নিউজিল্যান্ড সিরিজের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করতে চলেছেন নেহেরা৷ আইপিএল পারফর্ম করার সুবাদে নেহেরা এখন টি-২০ স্পেশালিস্ট৷ যদিও রাঁচিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে একাদশে জায়গা হয়নি ৩৮ বছরের দিল্লির বাঁ-হাতি পেসারের৷ মঙ্গলবার গুয়াহাটিতে দ্বিতীয় ম্যাচেও তাঁর খেলার সম্ভাবনা কম৷ সুতরাং আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই বলার এটাই সেরা সময় বলে বুঝে গিয়েছেন নেহেরা৷ সম্ভবত ১ নভেম্বর ফিরোজ শাহ কোটলায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচই হতে চলেছে নেহেরার শেষ আন্তর্জাতিক ম্যাচ৷ ঘরের মাঠে আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই জানাতে চান দিল্লির পেসার৷ ১৮ বছরের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে ছ জন ভারত অধিনায়কের নেতৃত্বে খেলেছেন নেহেরা৷ তাঁর প্রথম অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন৷ আর শেষ অধিনায়ক হতে চলেছেন বিরাট কোহলি৷ এর মাঝে সৌরভ গঙ্গোপাধ্যায়, রাহুল দ্রাবিড়, মহেন্দ্র সিং ধোনি, গৌতম গম্ভীরের নেতৃত্বে খেলেছেন দিল্লির পেসার৷ চোটপ্রবণ দিল্লির এই পেসার দেশের হয়ে ১৭টি টেস্ট-সহ ১৬৩টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন৷ উইকেট নিয়েছেন ২৩৫টি৷ ২০১১ বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন তিনি৷ তথ্যসূত্র: কলকাতা ২৪৭ এআর/১৬:৪০/১০ অক্টোবর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2fXXmsZ
October 10, 2017 at 10:43PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন