ময়নাগুড়ি, ২৩ অক্টোবরঃ মাছের ছিপের মধ্যে উঠে এল একটি বিরল প্রজাতির কচ্ছপ। ময়নাগুড়ির ভোটপাট্টি এলাকার খয়েরখাল থেকে উদ্ধার হল কচ্ছপটি। সোমবার একটি মাছ ধরার ছিপের মধ্যে কচ্ছপটি আটকে পড়ে। জলপাইগুড়ি সাইন্স এন্ড নেচার ক্লাবের সদস্যরা কচ্ছপটিকে উদ্ধার করে বন দপ্তরের হাতে তুলে দেয়। কচ্ছপটির ওজন প্রায় ৪০০ গ্রাম। জলপাইগুড়ি সাইন্স এন্ড নেচার ক্লাবের সম্পাদক রাজা রাউত জানিয়েছেন, উদ্ধার হওয়া কচ্ছপটি ইন্ডিয়ান পেন্ট টেরাপিন প্রজাতির। এর অপর নাম ডেকানস ব্যাক। এই ধরনের কচ্ছপ ডুয়ার্স এলাকায় একেবারেই বিরল। ব্রহ্মপুত্রের অববাহিকায় দেখতে পাওয়া যায় প্রজাতিটি। কোনোভাবে এটি এই এলাকায় চলে এসেছে। বন দপ্তর সূত্রে জানানো হয়েছে, আপাতত এই কচ্ছপটিকে লাটাগুড়ি প্রকৃতি পর্যটন কেন্দ্রে রেখে চিকিৎসা করা হবে। সুস্থ হলে কচ্ছপটিকে চাপড়ামাড়িতে ছেড়ে আসা হবে।
সংবাদদাতাঃ অভিরুপ দে
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2zvL8Q2
October 23, 2017 at 06:52PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন