কুমিল্লায় শিল্পকলা একাডেমিতে চলচ্চিত্র উৎসবের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক ● কুমিল্লা শিল্পকলা একাডেমিতে চলচ্চিত্র উৎসব ২০১৭, উদ্বোধন হয়েছে। শুক্রবার সন্ধায় চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করেন কুমিল্লা অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মনিরুজ্জামান তালুকদার। বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে দেশব্যাপি ৬৪টি জেলায় একযোগে ১৬ দিনব্যাপী এই চলচ্চিত্র উৎসব উদযাপিত হচ্ছে। সবার জন্য চলচ্চিত্র, সবার জন্য শিল্প-সংস্কৃতি এই স্লোগানে বাংলাদেশ শিল্পকলা একাডেমি চলচ্চিত্র উৎসব করছে।

৬ অক্টোবর থেকে ২১ অক্টোবর পর্যন্ত কুমিল্লা শিল্টকলা একাডেমিতে চলচ্চিত্র পদর্শন করা হবে। সকল বয়সের শিশু-কিশোর সন্ধা প্রতিদিন বিকাল ৩টা-৫.া৪৫ ও সন্ধা ৭.৩০ ঘটিকা সময়ে থেকে চলচ্চিত্র দেথতে পারবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক কালচারাল অফিসার বশিরুল আনোয়ার, কবি ফখরুল হুদা হেলাল, নাট্যকার শাজাহান চৌধুরী, কুমিল্লা শিল্পকলা একাডেমির সদস্য সাংবাদিক দেলোয়ার হোসেন জাকির।

The post কুমিল্লায় শিল্পকলা একাডেমিতে চলচ্চিত্র উৎসবের উদ্বোধন appeared first on Comillar Barta.



from Comillar Barta http://ift.tt/2y4UxAG

October 06, 2017 at 10:33PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top