জয়পুর, ৩১ অক্টোবরঃ প্রতিদিন সকাল এবং বিকেলে জাতীয় সংগীত না গাইলে কারও উপস্থিতি গ্রাহ্য হবে না। এমনকি বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্সও গ্রাহ্য করা হবে না। সম্প্রতি জাতীয় সংগীত নিয়ে নয়া নির্দেশিকা জারি করা হয়েছে জয়পুর পুরনিগমে। মেয়র অশোক লাহোটির জারি করা এই নির্দেশ অনুযায়ী, প্রতিদিন সকাল ৯টা ৫০ মিনিটে পুরনিগমের সব আধিকারিক ও কর্মীদের ‘জনগণমন’ গাইতে হবে। বিকেল ৫টা ৫৫ মিনিটে গাইতে হবে ‘বন্দে মাতরম’। কর্মী এবং আধিকারিকদের দেশাত্মবোধ জাগাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। এতে নাকি কাজ আরও ভাল হবে এমনই যুক্তি দিয়েছেন মেয়র।
সেই নির্দেশ মেনে মঙ্গলবার সকালে জয়পুর পুরনিগমের সব কর্মী-আধিকারিকরাই জাতীয় সংগীত গেয়ে কাজ শুরু করেন। তাতে যোগ দিয়েছিলেন মেয়র নিজেও।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2gXWhpd
October 31, 2017 at 09:47PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন