ঢাকা, ২০ অক্টোবর- টাইগার ওপেনার তামিম ইকবালের স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে খেলা নিয়ে ফের সংশয় দেখা দিয়েছে। আবারো ইনজুরির কবলে পড়েছেন তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু শুক্রবার (২০ অক্টোবর) গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন। আগামী ২২ অক্টোবর শেষ ওয়ানডেতে তামিম মাঠে নামতে পারবেন কি না? স্ক্যান রিপোর্টের পর চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে বলেও জানান নান্নু। এর আগে পেশীর ইনজুরির কারণে গত ১৫ অক্টোবর প্রথম ওয়ানডেতে খেলতে পারেননি তামিম। যদিও ১৮ অক্টোবর ২য় ম্যাচে মাঠে ফিরেন টাইগার এই ওপেনার। এখনো স্ক্যান রিপোর্ট ইতিবাচক না হলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মান বাঁচানোর লড়াইয়ে তামিমকে ছাড়াই মাঠে নামতে হবে টিম বাংলাদেশকে। প্রসঙ্গত, টেস্ট সিরিজ হয়ারের পর ৩ ম্যাচ ওয়ানডে সিরিজেও এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ হেরেছে বাংলাদেশ। আগামী রবিবার (২২ অক্টোবর) ইস্ট লন্ডনের মাঠে প্রোটিয়াদের বিপক্ষে হোয়াইটওয়াশের লজ্জা এড়ানোর মিশনে এখন টাইগাররা। সূত্রঃ বিডি২৪লাইভ.কম আর/১৭:১৪/২০ অক্টোবর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2yCyhMR
October 20, 2017 at 11:51PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন