দুবাই, ২০ অক্টোবর- একজন ব্যাট হাতে, আরেকজন বল হাতে ২২ গজে ঝড় তুলেছেন। নাড়িয়ে দিয়েছেন দুজন আইসিসি র্যাঙ্কিংও। দারুণ দাপটে আইসিসি ওয়ানডে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান পুনরুদ্ধার করেছেন এবি ডি ভিলিয়ার্স। বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে এসেছেন হাসান আলি। ২০১০ সালের ৩০ মে প্রথমবার ওয়ানডে ব্যাটসম্যানদের শীর্ষে উঠেছিলন দক্ষিণ আফ্রিকার সেরা ব্যাটসম্যান ডি ভিলিয়ার্স। সেই থেকে এ নিয়ে এক নম্বর হলেন ক্যারিয়ারে ১৪ বার! পাকিস্তানের হাসান আলি শীর্ষে ওঠার স্বাদ পেলেন প্রথমবার। বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ১০৪ বলে ১৭৬ রানের বিধ্বংসী ইনিংস খেলে ডি ভিলিয়ার্স এগিয়েছেন দুই ধাপ। দুইয়ে নেমে গেছেন বিরাট কোহলি, তিনে ডেভিড ওয়ার্নার। এবার র্যাঙ্কিং ঘোষণার দিন ধরে সব মিলিয়ে ২ হাজার ১২৪ দিন- ওয়ানডে ইতিহাসে ডি ভিলিয়ার্সের চেয়ে বেশি দিন শীর্ষে থাকার কীর্তি আছে আর একজনেরই। সর্বকালের সেরাদের একজন ভিভ রিচার্ডস ছিলেন ২ হাজার ৩০৬ দিন। পাকিস্তান ক্রিকেটের সাম্প্রতিক সেনসেশন হাসান পেয়েছেন তার দুর্দান্ত ধারাবাহিকতার পুরস্কার। এই বছর এখনও পর্যন্ত ওয়ানডেতে সর্বোচ্চ উইকেট শিকারি এই পেসার। শ্রীলঙ্কা সিরিজের প্রথম ৩ ম্যাচে নিয়েছেন ৯ উইকেট। সবশেষ ম্যাচে ৫ উইকেট নেওয়ার পথে গড়েছেন পাকিস্তানের হয়ে দ্রুততম ৫০ উইকেটের রেকর্ড। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম তিন ম্যাচের পারফরম্যান্সে হাসান এগিয়েছেন ৬ ধাপ। দুইয়ে নেমে গেছেন ইমরান তাহির, তিনে জশ হেইজেলউড, চারে কাগিসো রাবাদা আর পাঁচে নেমেছেন মিচেল স্টার্ক। ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে বাবর আজম উঠেছেন ক্যারিয়ার সেরা চারে। শ্রীলঙ্কার সিরিজের প্রথম দুই ম্যাচের সেঞ্চুরিতে পাকিস্তানি ব্যাটসম্যান এগিয়েছেন দুই ধাপ। বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডেতে সেঞ্চুরি করা কুইন্টন ডি কক তিন ধাপ এগিয়ে উঠেছেন পাঁচে। প্রথম ওয়ানডেতে সেঞ্চুরির পর দ্বিতীয় ওয়ানডেতে ৮৫ করে হাশিম আমলা দুই ধাপ এগিয়ে উঠেছেন নয় নম্বরে। সূত্রঃ বিডিনিউজ২৪.কম আর/১৭:১৪/২০ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2x9UyQp
October 21, 2017 at 12:31AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top