আবুধাবি, ০১ অক্টোবর- সংযুক্ত আরব আমিরাতের গ্রিনসিটি আল আইনে বাংলাদেশি হিন্দুদের উদ্যোগে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। ২৬ সেপ্টেম্বর মহাষষ্ঠীর মাধ্যমে শুরু করে ৩০ সেপ্টেম্বর বিজয়া দশমীর মাধ্যমে শেষ হয়েছে এই দুর্গোৎসব। পাঁচদিনব্যাপী এ পূজা উৎসবে প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে রাত ২টা পর্যন্ত ছিল নানা কার্যক্রম। মা দুর্গার আশীর্বাদ ও নানা কার্যক্রমে অংশ নিতে আমিরাতের সব প্রদেশ থেকে ছুটে এসেছেন সনাতন ধর্মের প্রবাসী বাংলাদেশিরা। সপ্তমী, অষ্টমী ও নবমীতে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। উর্মী হাওলাদার, তিশা সেন ও অভিষেক রায়ের নানা পরিবেশনা প্রবাসীদের মাতিয়ে রাখে এই তিনদিন। মরুর দেশে পূজা একটি মিলনমেলায় রূপ নিয়েছিল। পূজা আরও সুন্দরভাবে করতে বাংলাদেশ সরকারের সহযোগিতার আবেদন জানিয়েছেন তারা। সংহতি সাহিত্য পরিষদের আমিরাত শাখার সাংগঠনিক সম্পাদক সঞ্জয় ঘোষ জানান, এত সুন্দর পূজা উদযাপন করার সুযোগ দানে পূজা কমিটিকে ধন্যবাদ। বাংলাদেশ সরকার অসাম্প্রদায়িক চেতনার সরকার। আগামীতে সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা পেলে ভিনদেশেও পূজা আরও সমৃদ্ধ হবে। এদিকে পূজা উপলক্ষে দুটি মন্দিরে আয়োজন করা হয় আলোচনাও। শ্রী শ্রী পূজা পরিষদের আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পূজা উদযাপন পরিষদের সভাপতি বাদল রায়। অনুষ্ঠান পরিচালনা করেন পরিষদের সাধারণ সম্পাদক কিশোর চক্রবর্তী। বক্তব্য দেন পূজা উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা প্রকৌশলী উত্তম কুমার হাওলাদার, নিমাই সরকার, দিপু রায় সাহা, বিপ্লব চৌধুরী, বিষ্ণু শর্মা, সীমা রয় ও উর্মী হাওলাদার প্রমুখ। শেষদিন দশমীতে ছিল বিষাদের সুর। কারণ, দশমীর দিনে বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্য ছেড়ে কৈলাসে স্বামীগৃহে ফিরে যান দুর্গতিনাশিনী দুর্গা। পেছনে ফেলে যান ভক্তদের পাঁচ দিনের আনন্দ-উল্লাস আর বিজয়ার অশ্রু।। আর/১৭:১৪/০১ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2yPclOi
October 01, 2017 at 11:30PM
01 Oct 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top