‘পাকিস্তানের জাতীয় সংগীত হলেও উঠে দাঁড়াব’-সোনু

সুরমা টাইমস ডেস্ক:: জনসম্মুখে ‘জাতীয় সংগীত’ বাজানো নিয়ে বিতর্কের মাঝেই এবার গায়ক সোনু নিগম গতকাল বৃহস্পতিবার যে মন্তব্য করলেন তা নিয়ে ফের একবার শোরগোল পড়ে গেছে।

সোনু নিগম জানান, তিনি সব দেশের ‘জাতীয় সংগীত’কে সম্মান করেন। পাশাপাশি তিনি এও জানান, সিনেমা হলে বা রেস্তোরাঁয় তা বাজানো উচিত নয়।
এই গায়কের মতে, নিজের দেশের সংগীতের মতোই অন্যান্য দেশের ‘জাতীয় সংগীত’কে সম্মান দেখানো উচিত।
তবে তার পরবর্তী মন্তব্যকে নিয়ে গুঞ্জন শুরু হয়ে গেছে ইতোমধ্যে। কারণ সোনু স্পষ্ট জানিয়েছেন, পাকিস্তানের জাতীয় সংগীত শুরু হলেও সকল পাকিস্তানি যদি উঠে দাঁড়ায়, তাহলে সেই দেশ এবং তার দেশবাসীকে সম্মান জানাতে তিনিও উঠে দাঁড়াবেন।
তিনি আরও বলেন, অনেকের মতে সিনেমা হলে ‘জাতীয় সংগীত’ বাজানো উচিত, অনেকে আবার তা মনে করেন না। তবে ‘জাতীয় সংগীত’ সিনেমা হল বা রেস্তোঁরা, এমন বেশ কিছু স্থানে বাজানো উচিত নয় বলেই মনে করেন সোনু নিগম।
কলকাতা২৪ পত্রিকার খবরে বলা হয়, সোমবার সুপ্রিম কোর্ট কেন্দ্র, সিনেমা হলে ‘জাতীয় সংগীত’ বাজানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দেন। এতে বলা হয়, দেশভক্তি প্রদর্শনের জন্য সিনেমা হলে ‘জাতীয় সংগীত’ বাজানোর প্রয়োজনীয়তা নেই। আর এই বিষয়ে সংশোধনের জন্য ভাবনা-চিন্তা করা উচিত কেন্দ্রের।
তবে সুপ্রিম কোর্টে এও জানান, যদি কোনো ব্যক্তি ‘জাতীয় সংগীত’ শুনে উঠে না দাঁড়ায় তাহলে তার দেশের প্রতি কোনো শ্রদ্ধা-ভক্তি নেই, এমনটা বলা যায় না।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2iGIwvz

October 27, 2017 at 10:47PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top