ক্রিকেটের দুই পরাশক্তি ভারত এবং ইংল্যান্ড তাদের দুজন ক্রিকেটারকে নিয়ে বেশ গর্ব করতে পারে। নিঃসন্দেহে সেই দুজন হলেন হার্দিক পাণ্ডিয়া এবং বেন স্টোকস। সময়ের সেরা অল-রাউন্ডারদের অন্যতম। আরও নির্দিষ্ট করে বললে পেস বোলিং অল-রাউন্ডার। ক্রিকেট বিশ্বে এমন অল-রাউন্ডারদের সংখ্যা খুব বেশি নয়। যারা বল হাতে ঝড় তুলবে আর ব্যাট হাতে প্রতিপক্ষ বোলারদের দুমড়ে দেবে তাদের একজন হতে যাচ্ছেন বাংলাদেশের মোহাম্মদ সাইফউদ্দিন। ২০ বছর বয়সী এই তরুণ পেস বোলিং অল-রাউন্ডার অনেকদিন ধরেই আলোচনায় আছেন। তবে গতকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে বিধ্বংসী ব্যাটিংয়ে নিজেকে জানান দিলেন আবারও। তবে ওপেনার সৌম্য সরকারের নান্দনিক ব্যাটিং শৈলীর কাছে ৭ নম্বরে নেমে সাইফের ২৭ বলে ৩ চার ১ ছক্কায় অপরাজিত ৩৯ রানের ইনিংসটা অনেকটাই ঢাকা পড়ে গেছে। কিন্তু তাই বলে কেউ ভুলে যাননি ফেনীর এই তরুণকে।মাত্র তৃতীয় টি-টোয়েন্টি খেলতে নেমেছেন। ৩ ম্যাচের ২ ইনিংসে তার ব্যাটিং গড় ৪৫! গতকাল রাতের ৩৯* রানের ইনিংসটি এখন পর্যন্ত তার ক্যারিয়ারের সর্বোচ্চ। ক্রিকেটের ক্ষুদ্র ফরম্যাটে বিধ্বংসী ডি ভিলিয়ার্সের স্ট্রাইক রেট যেখানে ১৩৫.১৮ সেখানে তার স্ট্রাইক রেট ১৪০.৬২! সাইফের আরও একটি গুণ প্রকাশিত হয়েছে গতকাল। প্রচণ্ড চাপের মধ্যে ব্যাট করতে ওস্তাদ তিনি! সৌম্যর বিদায়ের পর কার্যত ধস নেমেছিল বাংলাদেশের ব্যাটিং লাইনআপে। সিনিয়র ক্রিকেটাররা সবাই আউট হওয়ার প্রতিযোগিতায় নেমেছিলেন। দলীয় ১০১ রানে মাহমুদ উল্লাহ আউট হওয়ার পর কার্যত শেষ হয়ে গিয়েছিল বাংলাদেশের ইনিংস। সেখান থেকে দলকে ১৭৫ রানে পৌঁছে দেওয়ার পেছনে মূল কারিগর ছিলেন এই সাইফউদ্দিন। তার ৩৯ রানের ইনিংসটির মহিমা এখানেই। বাংলাদেশের ক্রিকেটে এর আগে অনেক প্রতিভা এসেছে এবং পরিচর্যার অভাবে হারিয়ে গেছে। কোচ এবং টিম ম্যানেজম্যান্টের অন্তত এই পেস বোলিং অল-রাউন্ডারের প্রতি মনযোগী হওয়া উচিত। নিয়মিত এবং সঠিক পরিচর্যায় তাকে ধীরে ধীরে আরও ক্ষুরধার করে তোলা এখন সময়ের দাবি। তাহলেই একদিন ইংল্যান্ডের বেন স্টোকস কিংবা ভারতের হার্দিক পাণ্ডিয়ার মত সাইফউদ্দিনকে নিয়ে গর্ব করবে বাংলাদেশ। এমএ/১০:৪০/২৭ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2yQZQEI
October 28, 2017 at 04:39AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top