রিয়াদ, ১৫ অক্টোবর- বাবুল হুসেইন জব্বার নামে এক বাংলাদেশিকে হত্যার দায়ে সৌদি আরবের রাজধানী রিয়াদে দুই ভারতীয় নাগরিকের শিরশ্ছেদ করা হয়েছে। আদালতে দোষী সাব্যস্ত হওয়ার পর বৃহস্পতিবার কুমার ভাস্কর নাম এবং লিয়াকত খান রহমান নামের ওই দুই ভারতীয় নাগরিকের শিরশ্ছেদ করা হয়। সৌদি প্রেস এজেন্সীর বরাত দিয়ে এ খবর জানিয়েছে সৌদি গেজেট। খবরে বলা হয়, জব্বার যে কোম্পানিতে চাকরি করতেন, সেই কোম্পানি থেকে টাকা চুরি হওয়ার সময় বাধা দেন তিনি। এসময় পেটে ছুরিকাঘাত করেছিলেন নাম। অপরদিকে রহমান জব্বারের গলা কাটার সময় নাম জব্বারকে জাপটে ধরে রেখেছিলেন। বিচারে দোষী সাব্যস্ত হওয়ার পর রিয়াদে নাম ও রহমানের শিরোচ্ছেদ করা হয়। এদিকে, বিপুল পরিমাণ পরিমাণে আমফটামিন ঔষধ রাখার দায়ে একই দিন সৌদি নাগরিক ফালহান আল-সবেই এবং ফিলিস্তিনের মুহাম্মাদ জুমা আনবার আল-জওফের শিরোচ্ছেদ করা হয়। সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন আর/১৭:১৪/১৫ অক্টোবর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2giCMr0
October 16, 2017 at 12:44AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন