মুম্বাই, ১৫ অক্টোবর- কখন যে কাকে ধরে বসে তা বলা মুশকিল। এমন একটি বিষয় হল হতাশা। তারকা থেকে সাধারণ মানুষ সবাই কমবেশি এ সমস্যায় ভুগে থাকেন। হতাশা নিয়ে এর আগে মুখ খুলেছেন অনেক বলিউড অভিনেত্রী। এবার হতাশার সঙ্গে নিজের লড়াইয়ের কথা জানালেন পরিণীতি চোপড়া। তবে তার ভাই সহজের সাহায্য কঠিন সেই সময় পার করতে পেরেছেন এ অভিনেত্রী। সম্প্রতি একটি সাক্ষাৎকারে পরিণীতি চোপড়া বলেন, আমি মনে করি প্রত্যেকটি আবেগপ্রবণ মানুষের জীবনে একটি ঘটনা অথবা একজন মানুষ আসে এবং তাদের চিন্তা ভাবনা সব পাল্টে দেয়। এবং আমি খুব আত্মবিশ্বাসের সঙ্গেই বলছি এমনটা আমার সঙ্গে হয়েছে। তিনি বলেন, কয়েক বছর আগে আমার মানসিক অবস্থা খুবই খারাপ ছিল এবং আমি হতাশাগ্রস্ত ছিলাম। এমন নয় যে বিশেষ কেউ এসে আমার এই কঠিন মুহূর্তে পাশে দাঁড়িয়েছেন। বরং আমার ভাই সহজ সব সময় আমার পাশে থেকেছে। তিনি আরো বলেন, সহজ এমন একজন ব্যক্তি যে আমাকে সঠিক সিদ্ধান্তগুলো নিতে সাহায্য করত, যে ছিল আমার শান্ত থাকার কারণ। সে আমাকে সবচেয়ে ভালো জানত এবং বুঝত। সুতরাং তার সঙ্গে সবসময় থাকা এবং কথা বলায় আমার আত্মবিশ্বাস বেড়ে যেত এবং আমাকে সেই অবস্থা থেকে বের হতে সাহায্য করেছিল। পরিণীতি জানান, হাতাশার সঙ্গে তার এই লড়াই প্রায় এক বছর দীর্ঘ ছিল এবং এতে করে তিনি আরো ইতিবাচক মানুষে পরিণত হয়েছেন। এ অভিনেত্রী বলেন, সহজ তোমাকে অনেক ধন্যবাদ এবং ভালোবাসা। তুমি আমার ভাই, আমার জীবন। কেউ তোমার স্থান কেড়ে নিতে পারবে না এবং আমি গর্বের সঙ্গে বলছি, আমি তোমাকে ভালোবাসি। পরিণীতির পরবর্তী সিনেমা গোলমাল এগেইন। এতে আরো অভিনয় করছেন অজয় দেবগন, টাবু, আরশাদ ওয়ার্সি, কুণাল খেমু, শ্রেয়াস তালপাড়ে ও তুষার কাপুর প্রমুখ। সিনেমাটি পরিচালনা করেছেন রোহিত শেঠি। আগামী ২০ অক্টোবর মুক্তি পাচ্ছে সিনেমাটি। সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন আর/১৭:১৪/১৫ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2hInYyv
October 16, 2017 at 12:51AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top