দক্ষিণ সুরমায় পুলিশের সহযোগীতায় ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের অভিযোগ, আটক ৩

নিজস্ব প্রতিবেদক;: সিলেটের দক্ষিণ সুরমার চন্ডিপুলে পেট্রোল ও সিএনজি পাম্প ব্যবসায়ী হুমায়ুন আহমদের কাছ থেকে পুলিশের সহযোগীতায় প্রায় ৪ লাখ টাকা ছিনতায়ের চেষ্টা চালায় একটি ছিনতাইকারী দল। সোমবার (৯ই অক্টোবর) রাত দেড়টার দিকে এ ঘটনাটি ঘটে। এঘটনায় স্থানীয়রা ৩ ছিনতাইকারীকে আটক করে দক্ষিণ সুরমা থানা পুলিশের কাছে হস্তান্তর করে। এদিকে ঘটনার খবর পেয়ে মঙ্গলবার (১০ই অক্টোবর) দুপুরে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার (গণমাধ্যম) জেদান আল মুসা জানান- ব্যবসায়ীদের অভিযোগটি পুলিশ খতিয়ে দেখতেছে। যদি পুলিশ জড়িত থাকে তাহলে তাদেরও বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে ।

ব্যবসায়ী হুমায়ুন আহমদ জানান-সোমবার (৯ই অক্টোবর) রাত ১টার দিকে তেলিবাজার হাজী মনজু মিয়া সিএনজি ফিলিং স্টেশন থেকে প্রায় ৪লাখ টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন। হাইওয়ে রোডে উঠার পর তার গাড়ির পিছু নেয় ২টি মোটরসাইকেল। তিনি দ্রুত চন্ডিপুল আসলে রাস্তার অপর দিক থেকে ২জন যুবক ডাকাত ডাকাত বলে চিৎকার করে তার গাড়ির দিকে আসতে থাকে। এরপর তিনি দ্রুত পাম্পে প্রবেশ করলে তার পেছনে ধাওয়া করা মোটরসেইকেল দিয়েও কয়েকজন ছিনতাইকারী পাম্পে এসে তার সাথে বাকবিতণ্ডা শুরু করে।

তিনি আরও জানান-ছিনতাইকারী আবু পুলিশ কনেস্টবল রাসেল আহমদের সাথে রাত ১১টার পর থেকে অনেকবার কথা বলেছে। যা ছিনতাইকারী আবুকে আটকের পর ধরা পড়ে। এমনকি আবুর মোবাইল থেকে ওই সময় কনস্টেবল রাসেলের ফোনে কল করেও সত্যতা পাওয়া যায়। পরে ঘটনাটি মীমাংসা করার জন্য বার বার ক্ষমা চান এএসআই মোশারফ হোসেন। পরে তিনি মোটরসাইকেলসহ ৩ ছিনতাইকারীকে আটক করে থানায় নিয়ে যান।

সিলেট সিএনজি ওনার্স অ্যাসোসিয়শনের সভাপতি জুবায়ের আহমদ চৌধুরী বলেন- পুলিশের সহযোগীতায় ব্যবসায়ীর কাছ থেকে ছিনতাইকারীরা টাকা নেয়ার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে। এমনকি আটক ছিনতাইকারী আবুর সাথে কনস্টেবল রাসেলের মোবাইল ফোনে বেশ কয়েকবার কথা হয়েছে। যা আটকের পর সত্যতা পাওয়া যায়। যদি পুলিশের বিরদ্ধে ব্যবস্থা না নেয়া হয় তাহলে আমরা আন্দোলনে নামবো।

দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল জানান- ব্যবসায়ীরা অভিযোগ করেছেন দক্ষিণ সুরমা থানার এএসআই মোশারফ হোসেনসহ আরও কনস্টেবল পিন্টু ও রাসেল ঘটনার সাথে জড়িত। বিষয়টি উর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

তিনি জানান-পুলিশ স্থানীয়দের সহায়তায় দক্ষিণ সুরমা থানাধীন বলদী গ্রামের আবু মিয়া (২৫), আব্দুল হক (২৩) ও সানিজদ (২০) নামের তিন ছিনতাইকারীকে আটক করেছে। এ ঘটনায় ব্যবসায়ী হুমায়ুন আহমদ বাদী হয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। এসময় পুলিশ ঘটনাস্থল থেকে মোটরসাইকেল (খুলনা মেট্রো ল -১১-২১৫৩) উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।
দক্ষিণ সুরমা থানার এএসআই মোশারফ হোসেন জানান- আসলে বিষয়টি ভূল-বোঝাবোঝি থেকে হয়েছে। এখানে পুলিশের কোন দোষ নেই। তবুও ঘটনার পর আমরা ব্যবসায়ী হুমায়ুন আহমদের কাছে ক্ষমা চেয়েছি।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2ydx1Rz

October 10, 2017 at 07:54PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top