মুম্বাই, ১০ অক্টোবর- যিনি আবেদনময়ী আর আভিজাত্যের মিশেলে তৈরি করতে পারেন অপূর্ব মাদকতা। হিন্দি সিনেমার প্রথাভাঙা, সাহসের উদাহারণ। নজরকাড়া গ্ল্যামার নিয়ে সিনেমায় আসেননি। বরং কালো, মোটা ও কুৎসিত এরকম নানা কথা শুনতে হয়েছে ক্যারিয়ারের শুরুর দিকে। শশী কাপুর তো বলেছিলেন, এ মেয়ে আদৌ কিছু করে উঠতে পারবে তো! তিনি বলিউড অভিনেত্রী রেখা। ভারতীয় সিনেমায় যখন ক্যারিয়ার শুরু করেন তখন দেশটির নারীরা ব্যস্ত একদিকে স্বামী-সংসার; অন্যদিকে ক্যারিয়ার নিয়ে। রেখা সিনেমায় এসে নিজেকে তুলে ধরেছেন অনন্য উচ্চতায়। বলিউড পাড়ায় অমিতাভ বচ্চনের সঙ্গে রেখার প্রেমকাহিনী যেন এখনো রহস্য। ১৯৭৬ সালে দো আনজানে ছবির সেটে অমিতাভ-রেখার প্রেমের শুরু। অমিতাভ তখন বিবাহিত; গোপনে প্রেম চালিয়ে যাচ্ছিলেন রেখার সাথে। বিষয়টি মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ১৯৭৮ সালে গঙ্গা কি সুগন্ধ ছবির সেটে অমিতাভ-রেখার প্রেমের বিষয়টি সবার সামনে চলে আসে। যদিও দুজনেই পরে বিষয়টি অস্বীকার করেছিলেন। তখন অবশ্য সিলসিলাছবির পরিচালক যশ চোপড়া অমিতাভ-রেখার প্রেমের খবরটি নিশ্চিত করেছিলেন। আজ ১০ অক্টোবর রেখার ৬৩তম জন্মদিন। অন্যদিকে আগামী ১১ অক্টোবর অমিতাভ বচ্চনের ৭৫তম জন্মদিন। তথ্যসূত্র: আরটিভি অনলাইন এআর/১৯:৪৫/১০ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2zaLgFr
October 11, 2017 at 01:45AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top