নজিরের সাক্ষী তিলোত্তমা, পুরুষ বিশ্বকাপে প্রথম মহিলা রেফারি

কলকাতা, ১৩ অক্টোবরঃ অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপের ফাইনাল আগেই পেয়েছিল কলকাতা। এর পাশাপাশি আরও এক নজিরের সাক্ষী থাকতে চলেছে তিলোত্তমা। টুর্নামেন্টে প্রথম মহিলা রেফারি হিসেবে শনিবার যুবভারতীতে জাপান-নিউ ক্যালেডোনিয়া ম্যাচে কিক-অফের বাঁশি বাজাবেন এস্তার স্টাউবলি। ২০০৬-এ ফিফা’র রেফারির স্বীকৃতি পান ৩৮ বছরের স্টাউবলি। এর আগে তিনি কানাডায় ২০১৫ ফিফা মহিলা বিশ্বকাপের ম্যাচ পরিচালনা করেছেন।

ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে প্রথম মহিলা রেফারি হিসেবে ম্যাচ পরিচালনার দায়িত্ব পালন করবেন স্টাউবলি। অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে মোট সাত জন মহিলা রেফারি রয়েছেন। এঁদের মধ্যে স্টাউবলিই প্রথম মহিলা রেফারি, যিনি এই টুর্নামেন্টে ম্যাচ পরিচালনা করবেন। এই প্রথম ফিফার কোনও পুরুষদের বিশ্বকাপ টুর্নামেন্টে অংশ নিচ্ছেন মহিলা রেফরিরা। শনিবার যুবভারতীতে বিকেল পাঁচটায় নিউ ক্যালেডোনিয়ার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নামবে জাপান।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2gB1xvr

October 13, 2017 at 01:31PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top