চালু হচ্ছে আরও দুটি ট্রেন

শিলিগুড়ি, ১৩ অক্টোবরঃ বাতিল হয়ে থাকা দুই জোড়া ট্রেন নতুন করে চালাবার সিদ্ধান্ত নিল রেল। কামাখ্যা-গয়া সাপ্তাহিত এক্সপ্রেস ১৬ অক্টোবর কামাখ্যা থেকে এবং ১৭ অক্টোবর গয়া থেকে চলাচল শুরু করবে। কামাখ্যা-যশবন্তপুর এসি এক্সপ্রেস ২৫ অক্টোবর কামাখ্যা এবং ২৮ অক্টোবর যশবন্তপুর থেকে চলাচল করবে।

এদিকে, রেলট্র্যাকের জরুরি মেরামতির জন্য টানা ৪১ দিন ধরে বেশ কয়েকটি ট্রেনকে ঘুরপথে চালাবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডিব্রুগড়-লালগড়ের মধ্যে চলাচলকারী অবধ-অসম এক্সপ্রেস, গুয়াহাটি-শিয়ালদার মধ্যে চলাচলকারী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, শিলচর-শিয়ালদার মধ্যে চলাচলকারী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এবং আগরতলা-শিয়ালদার মধ্যে চলাচলকারী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আগামী ১৪ অক্টোবর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত চলাচল করবে কামাখ্যা-গোয়ালপাড়া টাউন-নিউ বঙ্গাইগাঁও হয়ে। জরুরি মেরামতির প্রয়োজনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক প্রণবজ্যোতি শর্মা।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2i8o6vd

October 13, 2017 at 01:30PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top