নারীরা হচ্ছে উন্নয়নের চালিকা শক্তি —পরিকল্পনা মন্ত্রী

এম, ফিরোজ মিয়া ● পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপি বলেছেন, নারীরা হচ্ছে উন্নয়নের চালিকা শক্তি। নারীরা আমাদের মা-বোন, বিশ্ব এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আমাদের নারীরাও এগিয়ে যাচ্ছে, পূর্বের যেকোন সকারের তুলানায় বর্তমান সরকার অত্যন্ত নারীবান্ধব সরকার। এই সরকার নারীদের জন্য অনেক সুযোগ সুবিধা চালু করেছন। নারীদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা অসংখ্য পদক্ষেপ গ্রহন করেছন। উন্নয়নে নারী পুরুষ পাশাপাশি কাজ করতে হবে। নারীরা পিছেয়ে থাকলে উন্নয়ন সম্ভব নয়।

পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বৃহস্পতিবার তার নির্বাচনী এলাকার কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার দোলখাড় ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ শেষে বটতলী ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত বটতলী ইউনিয়নের কাশিপুর স্কুলে মহিলা সমাবেশে এসব কথা বলেন। তিনদিনের সরকারি সফরে কুমিল্লার নাঙ্গলকোটে নিজ নির্বাচনী এলাকায় গনসংযোগ করেন মন্ত্রী।

মহিলা সমাবেশে তিনি আরো বলেন, আপনারা জানেন যে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, স্পীকার, বিরোধী দলীয় নেতাসহ অনেক মন্ত্রী এমপি নারী- সুতরাং রাজনীতিতেও নারীরা পিছিয়ে নেই। আপনাদেরকেও রাজনীতিতে পিছিয়ে পড়লে চলবে না। রাজনীতি করতে হবে, উন্নয়নের জোয়ারে সামিল হতে হবে। দেশের জন্য কাজ করে যেতে হবে, কেননা আমরা রাজনীতি করি দেশের জন্য, দেশের মানুষের জন্য- কোন নারী পুরুষ ভেদাভেদ নেই। আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, দেশ গড়ার কর্মী।

নাঙ্গলকোট উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শামসুদ্দিন কালু, উপজেলা আওয়ামীলীগের সদস্য সচিব অধ্যক্ষ মো.আবু ইউসুফ, নাঙ্গলকোট পৌর মেয়র মো. আবদুল মালেক, নাঙ্গলকোট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু ইউসুফ ভুইয়া।

মন্ত্রী নাঙ্গলকোট উপজেলার দোলখাড় ইউনিয়নের প্রায় প্রতিটি গ্রাম পায়ে হেটে ও মোটর সাইকেলে করে জনগনের সাথে কুশল বিনিময় করেন। মটরসাএকলে করে মন্ত্রী আসায় এলাকার মানুষের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এলাকার মানুষেরাও তাদের মন্ত্রীকে কাছে পেয়ে তাদের বিভিন্ন ভাললাগার কথা, দেশের উন্নয়নের পাশে তাদের নেতার অগ্রনী ভূমিকায় তাদের গর্বের কথা জানান। জনগণের বিভিন্ন সমস্যার কথা শুনেন এবং তা দ্রুত সমাধানের আশ্বাস দেন।

তিনি বলেন,“জনগনই সকল ক্ষমতার উৎস, রাজনীতি করি জনগনের জন্য, মানুষের সেবা করার জন্য। তাই তাদের কাছে গিয়ে খোজখবর না নিলে হবে কিভাবে? তাদের দারে দারে গিয়ে তাদের সমস্যার কথা শুনতে হবে, সমাধানের চেষ্টা করতে হবে। তাদের উন্নয়নই দেশের উন্নয়ন। তাদের কষ্টের টাকায় দেশ চলে, সরকার চলে, দেশের উন্নয়ন স্মানের দিকে অগ্রসর হয়- তাই তাদের খোজ খবর রেখে তাদের কথা শুনা আর সেবা করাই রাজনীতির প্রধান দায়িত্ব”।

The post নারীরা হচ্ছে উন্নয়নের চালিকা শক্তি —পরিকল্পনা মন্ত্রী appeared first on Comillar Barta | দেশ সেরা আঞ্চলিক অনলাইন পত্রিকা.



from Comillar Barta | দেশ সেরা আঞ্চলিক অনলাইন পত্রিকা http://ift.tt/2y6y33G

October 26, 2017 at 04:58PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top