সুরমা টাইমস ডেস্ক:; মালয়েশিয়ার উত্তরপশ্চিমাঞ্চলীয় পেনাং প্রদেশে ভূমিধসের ঘটনায় একটি নির্মাণাধীন টাওয়ারে তিন বিদেশি শ্রমিক নিহত হয়েছেন। শনিবার সেখানকার জর্জ শহরে এ ভূমিধস ও প্রাণহানির ঘটনা ঘটে। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন ১১ জন। নিহত শ্রমিকদের দুজন ইন্দোনেশীয়। অন্যজন মিয়ানমারের নাগরিক। আটকে পড়াদের অধিকাংশই বাংলাদেশি, ইন্দোনেশীয় ও রোহিঙ্গা বলে আশঙ্কা করা হচ্ছে। কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।
পেনাং-এর অগ্নি নির্বাপন ও উদ্ধার তৎপরতা বিষয়ক দফতরের পরিচালক স্যাডন মোখতার বলেন, এই মুহূর্তে সমস্যা হচ্ছে, আমাদের ৩৫ মিটার পর্যন্ত খনন করে দেখতে হবে। ঘটনার শিকার ব্যক্তিদের অনুসন্ধানে কে৯-এর একটি ইউনিট কাজ করছে। তাদের সঙ্গে রয়েছে তিনটি প্রশিক্ষিত কুকুর।
ভূমিধসের ঘটনায় ওই নির্মাণকাজের একজন মালয়েশীয় সুপারভাইজারও নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে এ ব্যাপারে এখনও নিশ্চিত হওয়া যায়নি।
নির্মাণাধীন ভবনটিতে ৪৯ তলা বিশিষ্ট কনডমিনিয়াম টাওয়ার নির্মাণ করা হচ্ছিল।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2yy0rLb
October 21, 2017 at 10:51PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন