বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ এক বিবৃতিতে আসন্ন শ্রীশ্রী কালিপূজা ও দীপাবলিতে আঁতশবাজি ও পটকা না ফুটানোর জন্য অনুরোধ জানিয়েছেন সকল পূজা কমিটি ও সনাতন ধর্মাবলম্বী সকলের প্রতি।
বিবৃতিতে তারা বলেন- ইতোপূর্বে জেলা ও পুলিশ প্রশাসন এবং কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী আঁতশবাজি ও পটকা বিক্রি ও সরবরাহ এবং এর ব্যবহার বন্ধে সর্বসম্মত সিদ্ধান্ত হয়।
তারা বলেন- আঁতশবাজি ও পটকা ফুটানোর ফলে ধর্মীয় ভাবগাম্ভীর্যতা নষ্ট হয় এবং সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিসহ শিক্ষার্থী ও অসুস্থ মানুষের মারাত্মক অসুবিধার কারণ হয়। নেতৃবৃন্দ সকলের প্রতি ধর্মীয় ভাবগাম্ভীর্যতা বজায় রেখে দীপাবলির আলো মঙ্গল আলোকে ছড়িয়ে দিয়ে দিবসগুলো উদ্যাপনের অনুরোধ জানান।
বিবৃতিদাতারা হলেন- বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট নিরঞ্জন কুমার দে, সাধারণ সম্পাদক অধ্যাপক রজত কান্তি ভট্টাচার্য্য, সিলেট মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত দেব ও সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত। -বিজ্ঞপ্তি
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2z9PwnM
October 15, 2017 at 10:34PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন