রিয়াদ, ১৫ অক্টোবর- একটি আসবাবপত্রের কারখানায় অগ্নিকাণ্ডে সৌদি আরবের রাজধানী রিয়াদে ১০ জন নিহত হয়েছেন, তার মধ্যে দুজন বাংলাদেশি। রোববার রাতে এই অগ্নিকাণ্ড ঘটে বলে সৌদি আরবের সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ জানিয়েছেন। তাদের টুইটার একাউন্টে এই অগ্নিকাণ্ডে ১০ জন নিহত এবং আরও তিনজন আহত হওয়ার কথা জানানো হয়। নিহতদের মধ্যে দুজন বাংলাদেশি বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন রিয়াদে বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সেলর সরোয়ার আলম। তারা হলেন শরীয়তপুরের নড়িয়া থানার তমিজ উদ্দিন সরদারের ছেলে শহিদ সরদার (৩৫) এবং কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর থানার নজির দিঘী গ্রামের নুরুল ইসলামের ছেলে সোহাগ (৩২)। রিয়াদের সিফা সানাইয়া এলাকার একটি সোফা তৈরির কারখানায় এই অগ্নিকাণ্ড ঘটে বলে স্থানীয়রা জানায়। অগ্নিকাণ্ডের কারণ এবং হতাহতদের অন্যদের পরিচয় জানা যায়নি। সূত্রঃ বিডিনিউজ২৪.কম আর/১০:১৪/১৫ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2gHum9M
October 16, 2017 at 04:34AM
15 Oct 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top