ফের পুলিশের জালে এক ভুয়ো ডাক্তার

রায়গঞ্জ, ১৫ অক্টোবরঃ মেডিকেল কলেজের কোন অস্তিত্বই নেই! অথচ সেই শিক্ষা প্রতিষ্ঠানের নামে ভুয়ো এমবিবিএস ডিগ্রি দেখিয়ে দীর্ঘ চার বছর ধরে ডাক্তারি করছেন। রবিবার এমনই ভুয়ো ডাক্তারের সন্ধান পায় রায়গঞ্জ থানার গোয়েন্দা বিভাগ। অভিযুক্ত ওই ভুয়ো চিকিৎসকের নাম রঞ্জন তরফদার। বাড়ি রায়গঞ্জ থানার ভুপালপুর গ্ৰামে। ঘটনার খবর যায় মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রকাশ মৃধার কাছে। সঙ্গে সঙ্গে তাঁর নির্দেশ জেলা স্বাস্থ্য দপ্তরের উপ স্বাস্থ্য আধিকারিক সহ একটি প্রতিনিধি দলের পাশাপাশি রায়গঞ্জ পুলিশ বাহিনীর একটি দল অভিযান চালায়। ওই ভুয়ো চিকিৎসকের চেম্বার থেকে তাঁর নামের বোর্ড, মেয়াদ উত্তীর্ণ এক বস্তা ওষুধ, চিকিৎসার ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম সহ জাল সার্টিফিকেট বাজেয়াপ্ত করেছে পুলিশ। এই ঘটনার খবর চাউর হতেই গা ঢাকা দিয়েছে অভিযুক্ত চিকিৎসক। পুলিশ সূত্রে খবর, ভুয়ো চিকিৎসক ২ বারের চেষ্টায় মাধ্যমিক উত্তীর্ণ হয়েছেন। উচ্চমাধ্যমিকে ইংরেজিতে ২ বার ফেল করে আর পরীক্ষা দেননি। তবে উচ্চমাধ্যমিকে ফেল করার পর এমবিবিএস ডিগ্রি লিখে বাড়ির সামনে বোর্ড লাগিয়ে দিব্যি চিকিৎসা ব্যবসা চালিয়ে যেতেন। শুধু সাধারণ চিকিৎসাই নয় সার্জনের কাজও করতেন।

অভিযুক্ত ভুয়ো চিকিৎসকের স্ত্রী সীমা তরফদার জানান, রায়গঞ্জের একটি সংস্থায় তিন বছর মেডিসিন বিভাগ নিয়ে পড়াশোনা করার পর এমবিবিএস ডিগ্রি পান। তারপর থেকেই তিনি ডাক্তারি করতেন। এছাড়া জেলা হাসপাতালে একাধিক চিকিৎসকের সঙ্গে কাজ করেন তিনি। বর্তমানে তিনি জেলা হাসপাতালে চিকিৎসক সারেঙ্গির অধীনে কাজ করেন বলে দাবি তাঁর স্ত্রীর।

রায়গঞ্জ থানার পুলিশ ওই ভুয়ো চিকিৎসকের বিরুদ্ধে সুয়ো মোটো মামলা করেছে। পুলিশ সুপার শ্যাম সিং বলেন, মামলার পাশাপাশি তদন্ত চলছে। ওই ভুয়ো চিকিৎসকের খোঁজে তল্লাশি চলছে। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রকাশ মৃধা বলেন, ওই ভুয়ো চিকিৎসকের সার্টিফিকেট তদন্ত করে দেখা গেছে সবটাই ভুয়ো। সার্টিফিকেটে রেজিস্ট্রেশন নম্বর নেই, নেই তারিখও। ওই ভুয়ো চিকিৎসকের ক্লিনিক থেকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ, বেআইনীভাবে ডাক্তারি সরঞ্জাম থাকার কারণে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হবে। তবে ওই চার বছরে ভুয়ো সার্টিফিকেট দিয়ে জেলায় বিভিন্ন হাটে ক্লিনিক খুলে চুটিয়ে রোগী দেখেছেন তিনি। স্থানীয় বাসিন্দাদের অভিমত, রোগী ও তার পরিবাররা ডাক্তারদের রেজিস্ট্রেশন নম্বর সম্পর্কে সচেতন নন। আর এই সুযোগে ভুয়ো ডাক্তাররা পেয়ে যাচ্ছেন সুযোগ।

সংবাদদাতাঃ বিশ্বজিৎ সরকার



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2hHRBAc

October 15, 2017 at 10:30PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top