দার্জিলিং ও শিলিগুড়ি, ৭ অক্টোবরঃ যার হাত দিয়ে গোর্খা জনমুক্তি মোর্চা পথ চলা শুরু করেছিল দলের প্রতিষ্ঠা দিবসে এবার সেই বিমল গুরুংয়ের ছবি দেওয়া দলীয় ঝান্ডা এবং ফ্লেক্স সরিয়ে দিলেন দলের নেতারাই। একদা বিমল-সঙ্গীদের এই কাণ্ড দেখে হতবাক কালিম্পং। এদিকে, আজ দার্জিলিংয়ে দলের অনুষ্ঠানে গোর্খাল্যান্ড ইশ্যুতে এবার বিনয় দার্জিলিংয়ের সাংসদ সুরিন্দরসিং আলুওয়ালিয়ার উপরে চাপ বাড়িয়েছেন মোর্চার বিদ্রোহী নেতা বিনয় তামাং। তিনি ঘোষণা করেছেন, গোর্খাল্যান্ড আদায়ের আন্দোলন চলবে কিন্তু পাহাড়ে আর কোনো বন্ধ হবে না। দীপাবলির পরে তিনি দার্জিলিং, কালিম্পং এবং কার্সিয়াংয়ে জনসভা করবেন। অনুমতি পেলে শিলিগুড়িতেও সভা করতে চান বিনয়পন্থীরা। এদিন বিমল অবশ্য এক সংক্ষিপ্ত অডিও বার্তায় বলেছেন, ‘আমাকে খতম করার চক্রান্ত করছে রাজ্য সরকার এবং বিনয় তামাং-অনিত থাপার মতো কিছু গদ্দার। এদের পাহাড়ের মানুষ ক্ষমা করবে না।’
২০০৭ সালে ৭ অক্টোবর তৈরি হয়েছিল গোর্খা জনমুক্তি মোর্চা। সেই থেকে প্রতিবছর দলের প্রতিষ্ঠা দিবস পালন করে আসছেন বিমল গুরুংরা। কিন্তু এবারের পরিস্থিতি বিগত বছরগুলির তুলনায় অনেকটাই আলাদা। এদিন সকালে কালিম্পংয়ে দলের জেলা কার্যালয়ে মোর্চার অন্যতম নেতা বিনয় ঘিসিং এবং প্রবীন রহপালের নেতৃত্বে বেশ কিছু নেতা-কর্মী ঢুকে সেখান থেকে বিমল গুরুংয়ের ছবি লাগানো ফ্লেক্স খুলে ফেলেন। অফিসের মাথায় দীর্ঘদিন ধরেই বিমল গুরুংয়ের ছবি দেওয়া দলীয় ঝান্ডা লাগানো ছিল। সেই ঝান্ডাও নামিয়ে দলের সাধারণ ঝান্ডা টাঙিয়ে দেওয়া হয়েছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2yvBr7K
October 07, 2017 at 09:49PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.