নিজস্ব প্রতিনিধি:: ছাতকের ১২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে। বুধবার উপজেলার নোয়ারাই ইউপির রাজারগাঁও গ্রামের মৃত উস্তার আলীর ছেলে শহিদুল ইসলাম সরু বাদী হয়ে সুনামগঞ্জ আমল গ্রহণকারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন।
মামলার এজহার নামীয় আসামিরা হচ্ছে- নোয়ারাই ইউপির আছদনগর গ্রামের মৃত মফিজ আলীর ছেলে আজিজুর রহমান (৭৩) ও সাদক আলী (৭০), মৃত ওয়াজিদ আলীর ছেলে রমজান আলী (৬৮), মৃত চান্দ আলীর ছেলে সিরাজ আলী (৬৯), মৃত মন্তাজ আলীর ছেলে এতিম উল্লা (৭০), বেতুরা গ্রামের মৃত ছিদ্দিক আলীর ছেলে খোয়াজ আলী (৭৩), মৃত মুজেফর আলীর ছেলে মুসলিম আলী (৭০), মৃত মাহমদ আলীর ছেলে ইছবর আলী (৬৩), মির্জাপুর গ্রামের মৃত মছদ্দর আলীর ছেলে ইলিয়াছ আলী (৬৮), মৃত রুছমত আলীর ছেলে ছুরত আলী (৬৪), মৃত ইছাক আলীর ছেলে ছুরাব আলী (৭৩), মৃত হুশিয়ার আলীর ছেলে ওয়ারিছ আলীসহ (৬৯) আরও ৩০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।
গত বৃহস্পতিবার (০৫ই অক্টোবর) আদালত মামলাটির পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠিয়েছেন।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2fYePVM
October 07, 2017 at 09:51PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন