শ্রীলঙ্কার ক্রিকেটাররা পাকিস্তানে গিয়ে কোনো ম্যাচ খেলতে রাজি ছিলেন না। তাঁদের আপত্তির কথা দেশটির বোর্ডকেও জানিয়েছিল। বিষয়টি নিয়ে তখন ভাবনায় পড়ে গিয়েছিল লঙ্কান ক্রিকেট বোর্ড। তবে শেষ পর্যন্ত এসএলসি সিদ্ধান্ত নিয়েছে, লাহোরে গিয়ে একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে রাজি তারা। আগামী ২৯ অক্টোবর লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সেই টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও শ্রীলঙ্কা। এখন অবশ্য দুদল সংযুক্ত আরব আমিরাতে ওয়ানডে সিরিজ খেলছে। এর পর সেখানে আরো দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুদল। এই সিরিজেরই শেষ ম্যাচটি তারা পাকিস্তানে গিয়ে খেলবে। অবশ্য লঙ্কান ক্রিকেটররা দেশটির বোর্ডকে চিঠি পাঠিয়ে পাকিস্তানে যাওয়ার ব্যাপারে অনিচ্ছা প্রকাশ করেছিলেন। সে চিঠিতে স্বাক্ষর করেছিলেন চুক্তিবদ্ধ ৪০ ক্রিকেটার। বোর্ড অবশ্য খেলোয়াড়দের কথা আমলে নেয়নি। ২০০৯ সালে শ্রীলঙ্কার টিম বাসে সন্ত্রাসী হামলার পর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে একরকম নির্বাসিতই হয়ে আছে পাকিস্তান। দীর্ঘদিন পর ২০১৫ সালের মে-জুনে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান গিয়েছিল জিম্বাবুয়ে। কিন্তু এখন পর্যন্ত বড় কোনো দলকে পাকিস্তানে গিয়ে খেলার জন্য রাজি করাতে পারেনি দেশটির ক্রিকেট বোর্ড। তাদের খেলতে হয়েছে আরব আমিরাতে গিয়ে। সেটাই হয়ে গিয়েছিল পাকিস্তানের নতুন ঘর। আর কদিন আগে গত সেপ্টেম্বরে ঘরের মাঠে বিশ্ব একাদশের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলেছিল পাকিস্তান। তথ্যসূত্র: এনটিভি এআর/১৬:৩৫/১৭ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2yuklpX
October 17, 2017 at 10:33PM
17 Oct 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top