মো. আবুল কাশেম, বিশ্বনাথ সিলেট থেকে :: একটি নিথর দেহ পুকুরে ভাসছে। লাশ মনে করে স্থানীয়রা খবর দেন পুলিশে। পুকুর থেকে নিথর দেহ উদ্ধার করে পুলিশ যখন সুরতহাল প্রতিবেদন তৈরীর প্রস্তুতি নিচ্ছিল, তখন ওই নিথর দেহের নাক দিয়ে রক্ত পড়ছিল। পুলিশ সদস্যরা নাকে হাত দিয়ে শ্বাস-প্রশ্বাস চলছে টের পেয়ে দ্রুত নিয়ে যান ওসমানী হাসপাতালে। সেখানে জ্ঞান ফেরার পর যুবকটি জানান, তার নাম ইব্রাহিম মোল্লা, বয়স ৩০ বছর। তার বাড়ি সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামীর এলাকায়।
শাহপরান থানার ওসি আখতার হোসেন জানান, সিলেট শহরতলির খাদিমপাড়ায় একটি মাছের খামারে লাশ ভাসছে, এরকম খবর পেয়ে বৃহস্পতিবার সেখানে যায় পুলিশ। পুকুর থেকে এক যুবকের ‘লাশ’ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরীর প্রস্তুতি নেয়া হয়। এমন সময় ওই যুবকের শ্বাস-প্রশ্বাস চলছে টের পেয়ে দ্রুত হাসপাতালে নেয় পুলিশ। সেখানে চিকিৎসার পর জ্ঞান ফিরে তার।
চিকিৎসকদের বরাত দিয়ে ওসি জানিয়েছেন, ইব্রাহিম মোল্লা মানসিকভাবে অসুস্থ। তার চিকিৎসা প্রয়োজন।
from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2x6t4dQ
October 01, 2017 at 11:38AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন