গোলাপগঞ্জে বিদুৎপৃষ্ট হয়ে দুই সন্তানের জনকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি;: গোলাপগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত সুহেব আহমদ (৪০) হাজীপুর শুকনা গ্রামের মৃত গৌছ আহমদ খানের ছেলে এবং ২ সন্তানের জনক।

মঙ্গলবার(২৪শে অক্টোবর) সকালে উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের হাজীপুর শুকনা গ্রামে এ ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওইদিন সকালে নিজ ঘরের কাজ কতে গিয়ে বিদুৎপৃষ্ট হয়ে সুয়েব আহমদ আশংকাজনক অবস্থায় আহত হন। পরে তার পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার ওসি (প্রশাসন) একেএম ফজলুল হক শিবলি ও ফুলবাড়ি ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2zAsRkz

October 24, 2017 at 08:23PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top