ঢাকা, ১৫ অক্টোবর- অভিনয় শিল্পী সংঘ পাঁচ শতাধিক শিল্পীর হাতে তাদের ছবি সম্বলিত পরিচয় পত্র তুলে দিয়েছে। সংগঠনটির নিকেতনের অফিসে শুক্রবার এই পরিচয়পত্র প্রদান করা হয়। অনুষ্ঠানে অভিনয় শিল্পী সংঘের সভাপতি শহিদুল আলম সাচ্চু বলেন, শিল্পীদের স্বাভাবিক জীবনের নিরাপত্তার স্বার্থে এই পরিচয়পত্র ব্যবহার করা হবে। কতজন শিল্পী অভিনয় করছেন তারও একটা সঠিক হিসেব থাকবে। সব মিলিয়ে আমাদের মধ্যে একটা স্বস্তি আর শৃঙ্খলা ফিরবে এই পরিচয়পত্রের মাধ্যমে, সেটাই প্রত্যাশা করছি। সংগঠনটির পক্ষে বলা হয়, অনেক সময় ঢাকার বাইরে থেকে শুটিং শেষে ফেরার পথে মুখ দেখে অনেককে না চেনার কারণে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা শিল্পীদের নানা রকম হয়রানি করেন। এই পরিচয়পত্র সেই দুর্ভোগ থেকে শিল্পীদের রক্ষা করবে। শিল্পীরা এই পরিচয়পত্রের মাধ্যমে ল্যাবএইড হাসপাতাল, স্বপ্নসহ বেশ কিছু স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে বিশেষ সেবা পাবেন। পরিচয়পত্র প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এটিএম শামসুজ্জামান, আতাউর রহমান, তানিয়া আহমেদ, তৌকীর আহমেদ প্রমুখ। সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন আর/১২:১৪/১৫ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2xFI9Dl
October 15, 2017 at 06:26AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top