পার্ল, ১৮ অক্টোবর- প্রথম ওয়ানডের মতো দ্বিতীয় ওযানডেতেও টস জিতেছে টাইগার দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তবে এবার বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ম্যাশ। মাঠে নেমেই দারুণ শুরু করেছিলো দক্ষিণ আফ্রিকার দুই ওপেনিং জুটি কুইন্টন ডি কক ও হাশিম আমলা। সাকিব আল হাসানের জোড়া আঘাতে বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা আশার আলো দেখলেও সেই আলোকে অন্ধকারে পরিণত করেছিলেন আমলা ও এবি ডি ভিলিয়ার্স। এর গড়েছিলেন ১৩৬ রানের জুটি। সেই জুটি ভেঙেছেন রুবেল হোসেন। ইনিংসের ৩৭তম ওভারের শেষ বলটিতে কিছুটা অপ্রস্তুত হয়ে থার্ড ম্যানে দাঁড়িয়ে থাকা মুশফিকের হাতে ক্যাচ তুলে দেন হাশিম আমলা। ফলে ৮৫ রানে সাজঘরে ফেরেন ডান হাতি এই ব্যাটসম্যান। তবে বাংলাদেশি বোলাদের বিধ্বস্ত করেছেন এবি ডি ভিলিয়ার্স। ২০১৫ বিশ্বকাপে সিডনিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৬৬ বলে ১৬২ রান করেছিলেন ভিলিয়ার্স। ওয়ানডেতে সেটি ছিল তার ক্যারিয়ার সেরা ইনিংস। আজ বাংলাদেশের বিপক্ষে ওই রান ছাড়িয়ে গেছে ভিলিয়ার্স। রুবেলের বলে আউট হওয়ার আগে ভিলিয়ার্স করেছেন ১৭৬ রান। ১০৪ বলে ১৫ চার ও ৭ ছক্কায় ক্যারিয়ার সেরা ইনিংসটি সাজিয়েছে ডানহাতি এ ব্যাটসম্যান। এর আগে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন হাশিম আমলা। প্রথম ওয়ানডেতে সেঞ্চুরির স্বাদ পাওয়া আমলা দ্বিতীয় ওয়ানডেতে তুলে নিয়েছেন হাফ-সেঞ্চুরি। ৫৫ বলে ৩ বাউন্ডারিতে ক্যারিয়ারের ৩৪তম হাফ-সেঞ্চুরির করেন ডানহাতি ব্যাটসম্যান। অন্য দিকে মাশরাফির বল মিড উইকেট দিয়ে হাওয়ায় ভাসিয়ে মাঠের বাইরে পাঠাতে চেয়েছিলেন জেপি ডুমিনি। তবে ব্যাটের কানায় লেগে বল উঠে যায় পয়েন্টে। ১৮ রানে থাকা ডুমিনির ক্যাচ ছেড়ে মাশরাফিকে উইকেট বঞ্চিত করেন ইমরুল। লোপ্পা ক্যাচ ছাড়ায় হতবাক ম্যাশ। ইনিংসের শেষ ওভারে দক্ষিণ আফ্রিকার রানের চাকা আটকে রাখেন রুবেল। শেষ বলের আগের বলে প্রোটিরিয়াসকে আউট করে চতুর্থ উইকেটের স্বাদ নেন রুবেল হোসেন। ডানহাতি এ পেসারের বল মিড অন দিয়ে উড়িয়ে মারতে চেয়েছিলেন প্রিটোরিয়াস। কিন্তু মিড অনে তার বল তালুবন্দি করেন ইমরুল কায়েস। স্কোর: দক্ষিণ আফ্রিকা ৩৫৩/৬ (৫০ ওভার)। বাংলাদেশ: টার্গেট ৩৫৪ আউট: ডোয়াইন প্রিটোরিয়াস (০), জেপি ডুমিনি (২৮), এবি ডি ভিলিয়ার্স (১৭৬), হাশিম আমলা (৮৫), কুইন্টন ডি কক (৪৬) ও ফাফ ডু প্লেসি (০) বাংলাদেশ দল: তামিম ইকবাল, ইমরুল কায়েস, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, নাসির হোসেন, মাশরাফি বিন মুর্তজা, রুবেল হোসেন ও তাসকিন আহমেদ। দক্ষিণ আফ্রিকা দল: কুইন্টন ডি কক, হাশিম আমলা, ফাফ ডু প্লেসি, এবি ডি ভিলিয়ার্স, ফারহান বেহারদিয়েন, জেপি ডুমিনি, আন্দ্রিলে ফিকোযাও, কাগিসো রাবাদা, ডেন পিটারসন, ইমরান তাহির ও ডোয়াইন প্রিটোরিয়াস। সূত্রঃ বিডি২৪লাইভ.কম আর/১৭:১৪/১৮ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2x4V1U4
October 19, 2017 at 12:13AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top