ঢাকা, ২৬ অক্টোবর- আগামী ৩০ অক্টোবর থেকে জনপ্রিয় নাট্যকার ও নির্মাতা মাসুদ সেজানের নতুন ধারাবাহিক নাটক ডুগডুগি প্রচারে আসছে। প্রতি সোমবার ও মঙ্গলবার রাত ৮টা ২০মিনিটে নাটকটি এনটিভিতে প্রচারিত হবে। এতে ব্যতিক্রমী একটি চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। তার বিপরীতে দেখা যাবে সানজিদা প্রীতিকে। নাটকটির গল্পে দেখা যাবে, আহসান কবির চঞ্চল চৌধুরী একটি টিউশনি করার পাশাপাশি লিফলেট বিলি করে। তার ধারনা লিফলেটে যে দশটি পয়েন্ট আছে, সবাই যদি তা মেনে চলেন তাহলে আমাদেও চারপাশটা অনেক সুন্দর হবে। লিফলেট বিলি করতে গিয়েই তাকে নানান হয়রানির মধ্যে পড়তে হচ্ছে। অন্যদিকে রেহনুমা চরিত্রে সানজিদা প্রীতিতে দেখা যাবে তিনি একটি শোধনাগারে কাজ করেন। প্রতিষ্ঠানটি মনে করে, মানুষের অসুখ তিন প্রকার- শারীরীক, মানসিক ও সামাজিক। প্রথম দুইটি রোগের প্রতিকারের ব্যবস্থা থাকলেও সামাজিক ব্যাধির কোনও কার্যকর প্রতিশেধক এখন পর্যন্ত আবিষ্কার করা যায়নি। এই ব্যাধিটি নিয়েই তারা কাউন্সিলিং করে। কবির ও রেহনুমার মুল কর্মকাণ্ড একই সুতোই গাঁথা হলেও চারপাশের মানুষগুলো এতটাই আলাদা, আদৌ তাদের স্বপ্নের বাস্তবায়ন হবে কি? সে নিয়েই এই নাটকটি এগিয়ে যাবে। এই নাটকে আরও অভিনয় করেছেন ডা. এজাজ, আজমেরী হক বাঁধন, মিশু সাব্বির, মৌটুসী বিশ্বাস, আব্দুল্লাহ রানা, শাহনাজ খুশী, সাহেদ আলী সুজন, শামীমা নাজনীন, শর্মীমালা, মুকুল সিরাজ, সিফাত শাহরিন, সাজ্জাদ হুসাইন, হায়দার কবীর মিথুন, শফিক মুক্তা, আল আমিন সবুজ প্রমূখ। সূত্রঃ জাগোনিউজ২৪.কম আর/০৭:১৪/২৬ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2yUmU5b
October 26, 2017 at 11:30PM
26 Oct 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top