উত্তরবঙ্গ সংবাদ পোর্টালঃ ইন্দোনেশিয়ার শীর্ষ পর্যায়ের লিগে খেলা চলাকালে মাঠে টিমমেটের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হল গোলরক্ষকের। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি ৩৮ বছর বয়সী গোলরক্ষক চইরুল হুদাকে। পরে তাঁর ক্লাব পারসেলা এফসির ওয়েবসাইটে জানানো হয় তাঁর মৃত্যু সংবাদ।
তাঁকে যে হাসপাতালে নেওয়া হয়েছিল, সেখানকার চিকিৎসক বলেন, ‘মুখোমুখি সংঘর্ষে আঘাতপ্রাপ্ত হয়ে শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে যায় হুদার। এতে হৃদরোগে আক্রান্ত হন তিনি। আমরা আপ্রাণ চেষ্টা করেছিলাম। কিন্তু তাতে শেষ রক্ষা হয়নি।’
গোলরক্ষক আহত হওয়ার পর শেষ পর্যন্ত ম্যাচটি অবশ্য ২-০ তে জিতেছে পারসেলা এফসি। ক্লাবটির হয়ে ৫০০-এর মতো ম্যাচ খেলেছেন চইরুল হুদা। সমর্থকরাও শোক গভীর শোক প্রকাশ করেন।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2yt0JCT
October 16, 2017 at 01:40PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন