এলাহাবাদ, ১৬ অক্টোবরঃ তাজমহল ভারতীয় সংস্কৃতির কলঙ্ক, এটি বিশ্বাসঘাতকের তৈরি। তাজমহল নিয়ে ফের একবার বিতর্ক উসকে দিলেন উত্তরপ্রদেশের বিজেপি বিধায়ক সঙ্গীত সোম। সোমবার সারধনার বিধায়ক সোম বলেন, ‘উত্তরপ্রদেশ পর্যটন দপ্তরের পুস্তিকা থেকে তাজমহলকে সরিয়ে দেওয়ায় অনেকেই দুঃখ পেয়েছেন। কিন্তু ইতিহাস কী বলছে। শাহজাহান নিজের বাবাকে বন্দি করেছিলেন। ভারত থেকে হিন্দুদের মুছে ফেলতে উদ্যোগী হয়েছিলেন শাহজাহান। এরা যদি ভারতীয় ইতিহাসের অংশ হয়, তাহলে আমাদের উচিত সেই ইতিহাস বদলে দেওয়া।’ সঙ্গীত সোমের বিতর্কের কেন্দ্রবিন্দুতে আসা অবশ্য এই প্রথম নয়। উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের আগে তিনি হুমকি দিয়েছিলেন, যারা গোরুর মাংস বিক্রি করেন, তাদের দেখে নেওয়া হবে। এছাড়া ২০১৩-র মুজফফরনগর দাঙ্গাতেও নাম জড়িয়েছে সঙ্গীতের। এর আগে উত্তরপ্রদেশ সরকারের তরফে রাজ্যের ঐতিহাসিক সৌধগুলি নিয়ে যে পুস্তিকা প্রকাশ হয়েছিল, তাতে ঠাঁই পায়নি তাজমহল। তা নিয়ে বিরোধীদলগুলি বিজেপি সরকারের সমালোচনা শুরু করে। পরে অবশ্য উত্তরপ্রদেশের পর্যটনমন্ত্রী রীতা বহুগুণা যোশি জানান, তাজমহল গোটা বিশ্বের কাছে একটি পর্যটনক্ষেত্র।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2xHTDq4
October 16, 2017 at 01:17PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন