কুমিল্লার বার্তা ডেস্ক ● কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে ৩ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। সোমবার সকাল থেকে কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোড এলাকা থেকে এ যানজট সৃষ্টি হয়। সড়ক সংস্কার কাজ চলের কারনে ও গর্তে বাস আটকে যাওয়ায় এ যানজট সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছে এ সড়কে চলাচল করা হাজার হাজার যাত্রী। এ সড়কে বেশিরভাগ স্থান ছোট-বড় গর্তে ভরে গেছে। গর্তের কারণে মাঝেমধ্যেই ঘটছে ছোটখাটো দুর্ঘটনা।
এই অবস্থা চলতে থাকলে যেভাবে গর্তগুলো ভয়ঙ্কর রূপধারণ করছে তাতে যেকোনো সময় বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন চালকরা। সব মিলিয়ে গুরুত্বপূর্ণ এ সড়কে দুর্ভোগ বেড়েই চলেছে যাত্রীদের।
গত কয়েক মাস ধরে এ সড়কটির এমন বেহাল দশা চলছে। এতে প্রতিনিয়ত তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। এতে পরিবহন মালিক-শ্রমিক ও যাত্রীদের মাঝে দেখা দিয়েছে ক্ষোভ। কুমিল্লা- নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক দেশের গুরুত্বপূর্ণ মহাসড়কগুলোর মধ্যে অন্যতম।
নোয়াখালী, লক্ষ্মীপুরসহ দক্ষিণা অঞ্চলের হাজারো মানুষ বিভিন্ন পরিবহনের শত-শত বাস দিয়ে প্রতিদিন এ সড়ক পথে ঢাকা, চট্টগ্রাম, চাঁদপুর সহ কুমিল্লা জেলার বিভিন্ন উপজেলায় যাতায়াত করে।
পরিবহন চালক-হেলপার ও যাত্রীদের সাথে কথা বলে জানা গেছে, এ সড়কের কুমিল্লা সদর দক্ষিণের জাঙ্গালিয়া কেন্দ্রীয় বাস ষ্ট্যান্ড এলাকা, পদুয়ার বাজার, চাঁদপুর ( চাঁন্দপুর) বিজয়পুর বাজার এলাকা সহ বিভিন্ন অংশে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও উঠে গেছে সড়কের পিচ, আবার কোথাও ঢেউয়ের মত হয়ে সড়ক ঝুকিপূর্ণ হয়ে আছে।
এ সড়কের সবচেয়ে খারাপ অবস্থা হচ্ছে পদুয়ার বাজার বিশ্বরোড চৌরাস্তা হতে চাঁদপুর জনতা মাধ্যমিক বিদ্যালয় পর্যন্ত। ভাঙ্গাচোরা সড়কের কারণে বাস, ট্রাক, প্রাইভেটকারসহ বিভিন্ন ধরনের যানবাহন চলে একেবারে ধীরগতিতে। প্রায়ই গর্তে পড়ে গাড়ী আটকে যাচ্ছে। অনেক সময় গাড়ী উল্টে ঘটছে দুর্ঘটনাও।
যাত্রীসহ কয়েকজন কলেজ শিক্ষক জানান, সড়কের অবস্থা নাজুক হওয়ায় নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌছানো অনেক সময় কঠিন হয়ে পড়ে।
লাকসাম থেকে কুমিল্লাগামী যাত্রী শাহ আলম জানান, সড়কটি ভাঙ্গা থাকায় ঘন-ঘন গাড়ি বিকল হচ্ছে। বড়-বড় খাদে আটকে পড়ার কারনে অনেক সময় গাড়ি বিকল হয়ে যায়। এক বছর ধরে এমন অবস্থা। মাঝেমধ্যে দায়সারাভাবে কিছু কিছু ইট-সুরকি ফেলা হলেও সপ্তাহ না যেতেই আগের অবস্থায় ফিরে যায়।
কুমিল্লা জেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক কাজী মোতাহার হোসেন জানান, সড়কটির বেহাল অবস্থা সম্পর্কে কর্তৃপক্ষকে ইউনিয়নের পক্ষ থেকে অবগত করা হয়েছে। কর্তৃপক্ষ শীঘ্রই সড়কটিকে চলাচলের উপযুক্ত করে দিবেন বলে আশ্বাস প্রদান করেন।
কুমিল্লা সড়ক ও জনপথ (সওজ)বিভাগের প্রকৌশলী মোঃ সাইফউদ্দিন জানান, কুমিল্লা- নোয়াখালী সড়কের যাত্রীদের ভোগান্তির কথা চিন্তা করে সড়কের কিছু অংশে ইট দিয়ে সংস্কার করা হচ্ছে।
The post কুমিল্লা-নোয়াখালী সড়কে ৩ কিমিঃ যানজট appeared first on Comillar Barta.
from Comillar Barta http://ift.tt/2zshqwk
October 16, 2017 at 01:35PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন