খুচরো পয়সার শবযাত্রা রায়গঞ্জে!

রায়গঞ্জ, ২৭ অক্টোবরঃ খোল করতাল বাজিয়ে চলছে নাম সংকীর্তন। পেছনে বাঁশের মাচায় মৃতদেহ। পেছনে কয়েকশো মানুষ হরিধ্বনি দিতে দিতে চলেছেন। তবে এটা কোনো মানুষের মৃতদেহ নয়। খুচরো পয়সার ‘অকাল মৃত্যু’তে তার প্রতীকী শবদেহ নিয়ে অভিনব এই অন্তিমযাত্রার আয়োজন করলেন রায়গঞ্জ শহরের ব্যবসায়ীরা।

শুক্রবার রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের ডাকে এই শবযাত্রা সহ ব্যবসায়ীদের সুবিশাল মিছিল রায়গঞ্জ শহর পরিক্রমা করে। ব্যবসায়ীদের অভিযোগ, নোটবন্দির নামে সব কয়েনগুলোকে বাজারজাত করে এখন ব্যাংক আর সেই কয়েন নিতে চাইছে না। ফলে ধীরে ধীরে কয়েন বাতিল হচ্ছে সর্বত্র। রিজার্ভ ব্যাংকের নির্দেশ রয়েছে প্রতিটি মানুষ দিনে এক হাজার টাকার কয়েন জমা দিতে পারবে। কিন্তু ব্যাংক বিভিন্ন কারন দেখিয়ে তা নিতে অস্বীকার করায় এই সমস্যা ব্যাপক আকার ধারণ করেছে। দ্রুত ব্যংককে কয়েন জমা নিতে হবে নয়ত আরও বৃহত্তর আন্দোলন এর হুমকি দিয়েছেন ব্যবসায়ীরা।

জেলা প্রশাসন জানিয়েছে, ব্যাংকগুলির সঙ্গে কথা বলে এই সমস্যা মেটানোর চেষ্টা করা হচ্ছে।

সংবাদদাতাঃ বিশ্বজিৎ সরকার

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2gGzR80

October 27, 2017 at 08:42PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top