রায়গঞ্জ, ২২ অক্টোবরঃ পথ দুর্ঘটনায় মৃত্যু হল তিনজনের। শনিবার রাত দশটার নাগাদ ঘটনাটি ঘটেছে কুশমুন্ডি থানার ডোহরল এলাকায়। মৃতদের নাম ইন্দ্রজিত সরকার (২৪),অমিত তরফদার (২৩),সনাতন তরফদার (১৯)। সকলেরই বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার কুশমুন্ডি থানার দেওখন্ডা, কদমতলী এলাকায়। এদের মধ্যে অমিত ও সনাতন একই পরিবারের সদস্য। মৃতের আত্মীয় বাদল সরকার বলেন, ছাত্রাগাছীতে দীপাবলির উৎসব দেখে তিনজন রাজ্য সড়ক ধরে হেঁটে বাড়ি ফিরছিল ,সে সময় উলটোদিক থেকে আসা একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ধাক্কা মারে। ঘটনাস্থলে মৃত্যু হয় অমিত তরফদারের। রাত দশটার নাগাদ স্থানীয় বাসিন্দারা রক্তাক্ত ও আশঙ্কাজনক অবস্থায় ইন্দ্রজিত ও সনাতনকে ইটাহার স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কিছুক্ষণ চিকিৎসার পর মৃত্যু হয় তাদেরও। পরে দেহগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠায় ইটাহার থানার পুলিশ। এদিন তিনটি মৃতদেহ রায়গঞ্জ জেলা হাসপাতাল মর্গে রাখা হয়েছে। পুলিশ সুপার শ্যাম সিং বলেন, পথ দূর্ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2xWsoIr
October 22, 2017 at 12:55PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন