কলকাতা, ২২ অক্টোবরঃ টানা বৃষ্টির পরে রবিবার সকালে রোদ ওঠায় সাময়িক স্বস্তি দক্ষিনবঙ্গে। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিসও। তবে আস্তে আস্তে পশ্চিমের বাতাস ঢুকলে কমবে রাতের তাপমাত্রা।
ওড়িশা উপকূলের গভীর নিম্নচাপের প্রভাব শনিবারও ছিল। কলকাতা ও আশপাশের এলাকায় সকালের দিকে বৃষ্টি হলেও, বিকেলের দিকে তা কমতে থাকে। তবে বিভিন্ন জেলার কোনও কোনও জায়গায় বৃষ্টি জারি ছিল। নিম্নচাপটি উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে বাঁকুড়া, দুই বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়ার ওপর দিয়ে বাংলাদেশে চলে যাওয়ায় বৃষ্টির হাত থেকে রক্ষা পয়েছে দক্ষিণবঙ্গ।
আপাতত ৪ থেকে ৫ দিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। রোদ উঠলে দিনের তাপমাত্রা বাড়বে বলেই জানানো হয়েছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2yFqpvt
October 22, 2017 at 12:43PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন