ওয়াশিংটন, ৩০ নভেম্বরঃ উত্তর কোরিয়াকে বিশ্বের জন্য ‘গুরুতর ভীতি’ বলে অভিহিত করল হোয়াইট হাউস। বুধবারই সর্বাধিক পাল্লার আন্তর্দেশীয় ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষামূলক উত্ক্ষেপণ করে কিম জং উনের দেশ। তারপরেই মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে এই বিবৃতি দেওয়া হয়েছে। হোয়াইট হাউসের প্রিন্সিপাল ডেপুটি প্রেস সেক্রেটারি রাজ শাহ এক বিবৃতিতে সাংবাদিকদের বলেন, উত্তর কোরিয়ার ভীতি অত্যন্ত গুরুতর। এটা শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র বা কোরীয় উপদ্বীপের ভয় নয়, সারা বিশ্বের কাছে ভয়ের ব্যাপার। উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার জারির জন্য আরও বেশি দেশকে এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছেন রাজ। অন্যদিকে, ম
অন্যদিকে,উত্তর কোরিয়ার মিসাইল উত্ক্ষেপণের পর বৃহস্পতিবার মার্কিন যুক্তরাষ্ট্র ও চিনের সেনাপ্রধানরা নিরাপত্তা নিয়ে বৈঠক করেছেন। যা নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। রাজনৈতিক মহলে উত্তর কোরিয়ার বন্ধু রাষ্ট্র বলে পরিচিত চিন। উত্তর কোরিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা জারির ক্ষেত্রে চিনের বিরোধিতার মুখেওপড়তে হয়েছে। ফলে এই বৈঠকযথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিনবহাল মহল। বৈঠকে ঠিক কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে তা নিয়েও ধোঁয়াশা রয়েছে।জানা গিয়েছে, কোরীয় উপদ্বীপের এই সমস্যা কীভাবে শান্তিপূর্ণ পথে মেটানো যায় সেই বিষয়ে কথা হয়েছে দুপক্ষের।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2ApoVHG
November 30, 2017 at 12:07PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন